কলকাতা: পুনে ওয়ারিয়র্সের হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যখন ইডেনে কেকেআরের (KKR) বিরুদ্ধে খেলতে এসেছিলেন, দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয়েছিল। গ্যালারির অর্ধেক শহরের দল, বাকি অর্ধেক শহরের ছেলের সমর্থনে গলা ফাটিয়েছিল। তারপর ইডেনের পাশের গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সৌরভ ক্রিকেট ছেড়ে দিয়েছেন, এখন তিনি দিল্লি ক্যাপিটালসের (DC) টিম ডিরেক্টর। সেই ম্যাচে কেকেআরের অধিনায়ক এখন কেকেআরের মেন্টর।
সময় বদলেছে, পরিস্থিতিও বদলেছে। খেলোয়াড় সৌরভের জন্য ইডেনে (Eden Gardens) পুনে যে সমর্থন পেয়েছিল, দিল্লি এবার ততটা পাবে না। বরং ফর্মে থাকা নাইটদের বেগুনি রংয়েই সাজবে সোমবারের ইডেন। শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ করেও হেরে গিয়ে ধাক্কা লেগেছে শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer)। সেই ধাক্কা সামলে আজ দিল্লির বিরুদ্ধে জয়ে ফেরাই লক্ষ্য।
আরও পড়ুন: অভিনব কায়দায় বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
কেকেআরের ওপেনিং জুটি প্রায় রোজই ধুন্ধুমার স্টার্ট দিচ্ছে। মিডল অর্ডারে রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল (Andre Russell) বেশ কিছুদিন হল বড় রান পাচ্ছেন না। আজ ড্রে রাসের জন্মদিন, শুভদিনে একটা বিস্ফোরক ইনিংস সমর্থকদের ট্রিট হিসেবে দিতেই পারেন তিনি।
It’s Dre’s birthday so we 𝒉𝒂𝒅 to drop a Lutt Putt Gaya edit! 🕺 pic.twitter.com/fvwNf0kavr
— KolkataKnightRiders (@KKRiders) April 29, 2024
নাইটদের সমস্যা বোলিংয়ে। পঞ্জাব ম্যাচে অসুস্থ থাকায় খেলেননি মিচেল স্টার্ক (Mitchell Starc)। তাঁর জায়গায় দলে ছিলেন শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা। কিন্তু তিনিও মার খেয়েছেন। কলকাতা শিবির থেকে খবর, সুস্থ হয়েছেন স্টার্ক, কিন্তু তিনি আজ খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
দিল্লির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ফিল সল্ট, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, দুষ্মন্ত চামিরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা (ইমপ্যাক্ট প্লেয়ার সুযশ শর্মা)
দেখুন অন্য খবর: