কলকাতা: প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে ১-০ জিতেছিল ফ্রান্স (France)। কিন্তু সাম্প্রতিক কালে তাদের যেরকম দাপট দেখা গিয়েছে তা ছিল অমিল। আজ অনেক শক্তিশালী প্রতিপক্ষ নেদারল্যান্ডস (Netherlands)। তার উপর ওই ম্যাচে নাক ভেঙেছে দলের অধিনায়ক তথা সেরা তারকা কিলিয়ান এমবাপের (Kylian Mbappe)। ইতিমধ্যেই ভাঙা নাক বাঁচাতে মুখোশ পরে নিয়েছেন তিনি। কিন্তু ডাচদের বিরুদ্ধে তিনি খেলবেন কি না নিশ্চিত নয়।
অন্যদিকে নেদারল্যান্ডস শিবির বেশ ফুরফুরে মেজাজে। তারকার কমতি নেই তাদেরও। অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক (Virgil Van Dyke), ডেঞ্জেল ডামফ্রিস, কোডি গাকপো, মেমফিস দিপাই আছেন, পরিবর্ত নেমে গোল করা ওয়াউট ওয়েঘর্স্টও আছেন। পোল্যান্ডের বিরুদ্ধে তিনিই ম্যাচ জিতিয়েছেন।
আরও পড়ুন: বাড়িতে পড়ল ডাকাত, হাসপাতালে ভর্তি বাজ্জিও
আজ এমবাপেকে না পেলে ফ্রান্সের বড় ক্ষতি। কারণ তাঁর ফেভারিট প্রতিপক্ষ ডাচরাই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছয় ম্যাচে পাঁচবার গোল করেছেন ফরাসি সুপারস্টার। আন্তর্জাতিক কেরিয়ারে ৪৭ গোল করা এমবাপের প্রথম গোল ২০১৭ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধেই।
আজ ভারতীয় সময় রাত ১২.৩০ এ ম্যাচ শুরু। লাইপজিগ শহরের রেড বুল এরিনায় মুখোমুখি হবে নীল ও কমলা দল। ম্যাচ দেখতে টিভির পর্দায় চোখ রাখুন সোনি স্পোর্টস নেটওয়ার্কে। আপনার স্মার্টফোনে লাইভ স্ট্রিমিং দেখতে হলে খুলুন সোনি লিভ অ্যাপ। তবে সাবস্ক্রিপশন ছাড়া লাইভ ম্যাচ দেখা যাবে না।
দেখুন অন্য খবর: