skip to content
Wednesday, November 13, 2024
HomeScrollভারতের বিরুদ্ধে আদৌ খেলতে পারবেন উইলিয়ামসন?
Kane Williamson

ভারতের বিরুদ্ধে আদৌ খেলতে পারবেন উইলিয়ামসন?

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন

Follow Us :

কলকাতা: ১৬ অক্টোবর থেকে শুরু ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ অনুযায়ী দুই দলের জন্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সিরিজ। বিশেষ করে নিউজিল্যান্ডকে জিততেই হবে। এই পরিস্থিতিতে বড় ধাক্কা লেগেছে কিউয়ি শিবিরে। দলের সেরা ব্যাটার কেন উইলিয়ামসন (Kane Williamson) ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন না।

গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেই চোট বেশ গুরুতর, কিছুদিন রিহ্যাব করতে হবে তাঁকে। এই খবর নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস (Sam Wells)। চোট যাতে ভয়ঙ্কর হয়ে না দাঁড়ায় তাই উইলিয়ামসনকে কিছুদিন বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশের জার্সিতে ফিরছেন মেসি? কোচ কী বলছেন?

বিবৃতিতে ওয়েলস বলেন, চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন তা হল, কেনকে বিশ্রাম দেওয়া এবং রিহ্যাবে পাঠানো। এখন খেলালে চোট গুরুতর হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। আমরা আশাবাদী যে যদি রিকভারি পরিকল্পনামাফিক চলে তাহলে সিরিজের পরের দিকে কেনকে পাব।

উইলিয়ামসনের জায়গায় দলে নেওয়া হয়েছে মার্ক চ্যাপম্যানকে (Mark Chapman)। প্রথম শ্রেণির ক্রিকেটে ছ’টি সেঞ্চুরি সহ ৪১.৯ গড়ে রাম করেছেন তিনি। ইতিমধ্যেই সাদা বলের খেলায় নিউজিল্যান্ডের জাতীয় দলে নিয়মিত হয়ে উঠেছেন তিনি।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular