জলপাইগুড়ি: পুজোর মুখে ভাঙন বিজেপিতে। মঙ্গলবার সকালে একাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূল শিবিরে। এদিন জলপাইগুড়ির সদর পঞ্চায়েত সমিতির বাহাদুর গ্রাম পঞ্চায়েত সমিতির তিন সদস্য তৃণমূলে যোগদান করেন। এসসি, এসটি, ওবিসি সেলের জেলাসভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তরীয় পরিয়ে নতুন কর্মীদের সাগত জানান তৃণমূল নেতা কৃষ্ণ। পাশাপাশি তাঁদেরকে সকল প্রকার সাহায্য করারও কথাও এদিন তিনি বলেন।
এদিনের এই যোগদান কর্মসূচিতে কৃষ্ণ দাস সহ উপস্থিত ছিলেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়, রাজেশ মণ্ডল সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দরা। এদিনের এই যোগদানের বিষয় এসটি, এসসি, ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ বলেন, বিজেপি শুধু ভোটের জন্য রাজনীতি করে, উন্নতির জন্য নয়। আজ যাঁরা যোগদান করলেন তাঁরা জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও হাত খুলে তাঁদের দায়িত্ব পালন করতে পারছেন না। তাই তাঁরা তাঁদের দল ছেড়ে আমাদের দলে যোগদান করলেন। আগামীতে আরও অন্যান্য দলের নেতৃবৃন্দরাও তৃণমূল শিবিরে যোগদান করবেন। আমাদের একটাই লক্ষ্য সমাজে শান্তি এবং উন্নতি গড়ে তোলা।
আরও পড়ুন: হরিয়ানায় এগিয়ে গেল বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াই শুরু
অপরদিকে সদ্য তৃণমূলে যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্য মমতা রায় বর্মন বলেন, আমি বহুবার আমার দলকে জানিয়েছিলাম তারা কোনওরকম উন্নয়নমূলক কাজ করছে না। তাই আজ আমি কৃষ্ণ দাসের বাড়িতে এসেছি। দাদার সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করব।
দেখুন আরও অন্যান্য খবর: