নদিয়া: নদিয়ার (Nadia) কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এ নিয়ে একাধিক প্রসঙ্গে আলোচনা করতে রাজ্যের সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করলেন রাজ্যের নয়া নির্বাচিত আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ।
এদিন তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করেন কাউন্সিলর দেবাশিস কুমার। বৈঠক শেষে তিনি জানান, কালীগঞ্জের ভোটার তালিকার বিবেচনা শুরু হয়েছে। এইসব বিষয়গুলি আলোচনার জন্যই এদিন সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকার ত্রুটি সংশোধনে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷
আরও পড়ুন: খড়দহে বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪
দেবাশিস কুমার জানান, “বারেবারে তৃণমূলের তরফে চিহ্নিত করা হয়েছে যে, একই এপিক নম্বরে একাধিক ভোটার রয়েছে ৷ তাই এই বিষয়টি কমিশনের নজরে আনা হয়েছে । বলা হয়েছে, এইসব নামের ডুপ্লিকেশন যেন বাদ যায় এবং যাঁরা এই কাজটা করেছেন তাঁদের বিরুদ্ধে যেন পদক্ষেপ করা হয় ।” তিনি আরও বলেন, নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে, একই এপিক নম্বরে যাতে একাধিক নামের ভোটার না-থাকে, সেদিনে নজর দেওয়া হবে ।
দেখুন আরও খবর: