জঙ্গিপুর: জঙ্গিপুর লোকসভার আসলপুর গ্রামে ঘুঘনি মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। অভিযোগের পর পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে মানুষজনকে।
অভিযোগ, ওই এলাকার বুথ থেকে ভোট দিয়ে বার হলেই কংগ্রেসের ক্যাম্প অফিস থেকে ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি মুড়ি এবং ঘুগনি। তৃণমূলের অভিযোগ, ভোটাররা নির্দিষ্ট প্রতীকে ভোট দিলেই কংগ্রেসের ক্যাম্প অফিস থেকে হাতে হাতে মুড়ি, ঘুগনি পৌঁছে যাচ্ছে। তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা। এই ঘটনা নজরে আসার পর কংগ্রেসের বিরুদ্ধে ঘুগনি, মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: সেলিমের বিরুদ্ধে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কমিশনের