বীরভূম: তৃণমূলের শতাব্দী রায়ের পর এবার বিজেপি প্রার্থী দেবাশিস ধর প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন। শুক্রবার বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুর বিধানসভার বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। দুবরাজপুর বিধানসভার মঙ্গলপুর, বেলসারা, বুনুরি একাধিক গ্রামে প্রচার করছিলেন তিনি। পন্ডিতপুর গ্রামে ঢুকতেই দেখা গেল অন্য ছবি। গ্রাম জুড়ে শুধু অনুন্নয়ন। নেই রাস্তাঘাট, নেই পরিশোধীও পানীয় জল, সরকারি আবাস যোজনার বাড়ি কিছুই নেই। খুব স্বাভাবিকভাবেই বিজেপি প্রার্থী দেবাশিসকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন পন্ডিতপুর গ্রামের মানুষেরা।
বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর দাবি করেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে। অথচ কোথাও কোনও খাতে ব্যবহার হবে সেটা করেনি। খুব স্বাভাবিকভাবেই উন্নয়নের ছিটেফোঁটাও নেই। বীরভূম মানেই তো বোমা শিল্পের সংস্কৃতি। মানুষ এবার পরিবর্তন চাইছে।
আরও পড়ুন: কেস দিলে দিক, বাড়ি তৈরি শুরু করুন, ঝড়ে বিধ্বস্তদের বার্তা মুখ্যমন্ত্রীর
কয়েকদিন আগেই প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তাঁকে ঘিরে একাধিক গ্রামবাসী অভিযোগ জানান। রাস্তাঘাট, পানীয় জলের পরিষেবা না মেলায় শতাব্দীকে ঘিরে চলে বিক্ষোভ। তবে তৃণমূলের দাবি, প্রার্থীকে দেখতে ভিড় করেছিল গ্রামবাসীরা। তেমন কোনও বিক্ষোভ হয়নি। তবে কিছু অসুবিধে রয়েছে। তা সমাদান করা হবে বলে জানায় নেতৃত্ব। তবে আজকে বিজেপি প্রার্থীকে ঘিরে এই বিক্ষোভ কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
দেখুন আরও অন্যান্য খবর: