হরিহরপাড়া: সর্ষে খেতে উদ্ধার অষ্টম শ্রেণির ছাত্রীর দেহ। ২২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত।
হরিহরপাড়ার স্বরূপপুর পঞ্চায়েতের রমনা গ্রামের বাসিন্দা ১৪ বছর বয়সি এই নাবালিকা। স্থানীয়দের দাবি, গত ২২ জানুয়ারি এলাকার রনি শেখের সঙ্গে বিয়ে করবে বলে পালিয়ে যায়। সেদিন থেকেই নিখোঁজ ছিল নাবালিকা। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি সর্ষের জমিতে তার দেহ উদ্ধার হয়। নাবালিকার গলায় ওড়না জড়ানো ছিল। পরিবারের অভিযোগ, ওড়না দিয়ে শ্বাস রোধ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে। খবর দেওয়া হয় হরিহরপাড়া থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্তে নেমে অভিযুক্ত রনি শেখকে গ্রেফতার করে।
আরও পড়ুন: খাদ্যলবণে ব্যবহার হচ্ছে মাইক্রো প্লাস্টিক!
নাবালিকার মায়ের অভিযোগ, রনি শেখ তাঁর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পালানোয় ইন্ধন দিয়েছিল। সাড়ে সাতাশ হাজার টাকা নগদ ও সোনার গয়না নিয়ে মেয়ে বাড়ি ছেড়েছিল। ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না।
আরও অন্য খবর দেখুন