skip to content
Sunday, July 7, 2024

skip to content
HomeScrollদুই ঠিকা শ্রমিকের বিবাদ ভীনরাজ্যে, ফিরতে পারছেন না ভয়ে
Birbhum

দুই ঠিকা শ্রমিকের বিবাদ ভীনরাজ্যে, ফিরতে পারছেন না ভয়ে

প্রশাসনের কাছে কাতর আর্জি মায়ের

Follow Us :

বীরভূম: দুই ঠিকা শ্রমিকের বিবাদ ভীনরাজ্যে। একের বিরুদ্ধে অপরের মারধরের অভিযোগ। হামলাকারি শ্রমিক বাড়ি ফিরলেও আক্রান্ত ফিরতে পারছেন না ভয়ে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। আক্রান্ত ঠিকা শ্রমিকের মা দ্বারস্থ হয়েছেন আদালতের। ঘটনায় জড়িয়েছে শাসকদলের নাম। কারণ অভিযুক্ত ঠিকা শ্রমিক এলাকার দাপুটে তৃণমূল কর্মী বলে পরিচিত।

জানা গিয়েছে, বীরভূমেরম ময়ূরেশ্বরের বড়তুড়ি গ্রামের নইমুদ্দিন শেখ ও পাশের জুমুনি গ্রামের বুলেট মির্জা দুজনে মুম্বইয়ে কাজ করতেন নির্মান কর্মী হিসেবে। সেখানে বুলেট তাঁর দলবল নিয়ে তোলাবাজি চালাতেন বলে অভিযোগ। এর জেরে নইমূদ্দীনকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বুলেট ও তাঁর দলবল। এক লক্ষ টাকা তোলাও চায় বলে অভিযোগ। দিন কয়েক আগে বুলেট গ্রামে ফিরলেও নইমুদ্দীন ফিরতে পারছে না। কারণ নইমুদ্দিনের মায়ের কথায়, বুলেট ছেলেকে হুমকি দিচ্ছে। ফিরলে আবার মারবে। তাই ছেলে ভয়ে ফিরতে পারছেন না। আমরা খুব দুশ্চিন্তায় আছি। নইমুদ্দিন আমার একমাত্র ছেলে।

আরও পড়ুন: দলের বিরুদ্ধাচরণ, শোকজের জবাব চেয়ে সাময়িক বরখাস্ত বিজেপি নেতা

এই ঘটনা জানাজানি হতে বেশ শোরগোল পড়েছে এলাকায়। নইমুদ্দিনের মা রামপুরহাট আদালতে সরাসরি অভিযোগ জানিয়েছেন। মায়ের পাশে রয়েছেন এলাকার তৃণমূলেরই বুথ সভাপতি। বুলেট যে তৃণমূলের সক্রিয় কর্মী স্বীকার করেই বুথ সভাপতি নইমুদ্দিনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular