skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeদেশশপথ বিতর্কের মাঝেই চোপড়ায় রাজ্যপাল বোস
Governor CV Ananda Bose

শপথ বিতর্কের মাঝেই চোপড়ায় রাজ্যপাল বোস

শপথগ্রহণ নিয়ে বিতর্কের মাঝেই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

Follow Us :

কলকাতা: উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ নিয়ে বিতর্কের মাঝেই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার দিল্লি থেকে বিমানে তাঁর বাগডোগরা যাওয়ার কথা। সেখান থেকেই চোপড়া যাবেন তিনি। কথা বলবেন নির্যাতিত যুগলের সঙ্গে।

অন্য দিকে, রাজ্যে পর পর গণপিটুনির ঘটনা নিয়ে সোমবার দিল্লিতে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যপাল বোস । চোপড়ার ঘটনার পাশাপাশি কলকাতার বৌবাজারে গণপিটুনি, মেডিক্যাল কলেজে পুলিশের লাঠিচার্জ নিয়েও সরব হয়েছেন তিনি। রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিমানে সরাসরি বাগডোগরা আসবেন। সেখান থেকেই সড়কপথে যাবেন উত্তর দিনাজপুরের চোপড়ায়।

আরও পড়ুন: কুণালের দেওয়া সময়সীমা শেষ, মঙ্গলবার কী করবেন, কৌতূহল তুঙ্গে

উল্লেখ্য, বরাহনগরের নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রায়াত হোসেন সরকারের শপথগ্রহণ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের টানাপড়েন চলছে বিগত বেশ কয়েকদিন ধরেই। তৃণমূল বিধায়কেরা অনড় যে, তাঁরা বিধানসভাতেই শপথগ্রহণ করবেন। গত বুধবার নব নির্বাচিত বিধায়কদের রাজভবনে শপথ গ্রহণের আয়োজন করা হয়েছিল। কিন্তু তাঁরা রাজভবন না গিয়ে শপথগ্রহণের দাবিতে ধর্না শুরু করেন। ওই আবহে গত বুধবারই দিল্লি পাড়ি দেন রাজ্যপাল। সেই থেকে রাজধানীতেই রয়েছেন তিনি। সেখান থেকেই চোপড়াকাণ্ড এবং রাজ্যে গণপিটুনির ঘটনা নিয়ে সরব হলেন তিনি।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular