কলকাতা: রবিবার হাওড়া (Howrah Train) ডিভিশনে বাতিল বহু ট্রেন (Howrah Train Canceled)। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়ও বদল হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ট্রাফিক এবং পাওয়ার ব্লকের জেরে রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বেনারস রোড ওভারব্রিজের দুটি লেন তৈরির জন্য আগামী ২১ ডিসেম্বর থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের জন্য হাওড়া শাখায় ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
রবিবার বাতিল করা হয়েছে তারকেশ্বর থেকে ৩৭৩৩৪ ট্রেনটি। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ৩৭৩২৩ ট্রেনটি বাতিল থাকবে। ব্যান্ডেল কাটোয়া লোকাল, গোঘাট হাওড়া লোকালের সময় সূচী বদল করা হয়েছে। অন্যদিকে, শিয়ালদা শাখায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ৪ দিন বাতিল থাকবে একাধিক ট্রেন ৷
আরও পড়ুন: সীমান্তে উত্তেজনা, বিএসএফকে লক্ষ্য ছোড়া হল বোমা
অন্য খবর দেখুন
