বহরমপুর: পরিবহন দফতরের গাফিলতিতে হাজার হাজার মৌমাছির মৃত্যুর ঘটনায় বহরমপুর থানায় বিক্ষোভ দেখাল মধুক্রান্তি বি ফার্মার্স ওয়েলফেয়ার সোসাইটি। মঙ্গলবার দুপুরে বহরমপুর থানার সামনে রাজ্যের বিভিন্ন জেলার মধু চাষীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায়।
তাঁদের অভিযোগ, গত ২৯ মার্চ লালগোলা থেকে দিনাজপুর যাচ্ছিল মৌমাছি ভর্তি চারটে ট্রাক। সেই সময় জঙ্গিপুর ব্রিজে ওই গাড়িগুলোকে পাকড়াও করে আরটিও। গাড়িগুলি ওভারলোড হওয়ার অভিযোগে ওজন করা হয় পরিবহন দফতেরের পক্ষ থেকে। ওই ঘটনায় বেশ কয়েক ঘণ্টা বিলম্ব হয়ে যাওয়ার কারণে প্রচুর মৌমাছির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। চারটি ট্রাকে ১০০টি করে মৌমাছির বাক্স ছিল বলে জানিয়েছেন তাঁরা। প্রত্যেকটিকে প্রায় অর্ধেক মৌমাছির মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওই মধু চাষীদের। এদিন এরই প্রতিবাদে বহরমপুর থানায় বিক্ষোভ দেখান মধু চাষীরা।
আরও পড়ুন: সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
দেখুন আরও অন্যান্য খবর: