মুম্বই: বলিউড বাদশার ছেলেমেয়েরা কখন, কোথায়, কী করছেন সেই নিয়ে অনুরাগী মহলে বাড়তি একটা উন্মাদনা সবসমই দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ব্রাজিলিয়ান সুন্দরী লারিসার সঙ্গে নাকি প্রেম করছেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। লারিসাকে ইনস্টাগ্রামে ফলো করেন আরিয়ান। সুন্দরীর প্রায় সব ছবিতেই লাভ রিয়াক্ট দেখা যায় বাদশা পুত্রর। লারিসার মায়ের সঙ্গেও নাকি খুব ভালো সম্পর্ক শাহরুখ পুত্রর। কিছুদিন আগে আরিয়ান লারিসার মাকে জন্মদিনে একটি উপহার পাঠিয়েছিলেন। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন লারিসার মা। আর এইসব দেখেই অনুরাগীরা মনে করছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী (Brazilian Actress) লারিসা বনেসির (Larissa Bonesi) সঙ্গেই ভালোবাসার সম্পর্ক বুনছেন আরিয়ান।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩২)
লারিসা পেশায় অভিনেত্রী, তাকে গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিয়ো, স্টেবিন বেনের মিউজিক ভিডিয়ো এবং এমনকি বিশাল মিশ্রের সঙ্গেও একটি অ্যালবামে দেখা গিয়েছে। অক্ষয় কুমার এবং জন আব্রাহমের ‘দেশি বয়েজ’ ছবির হিট গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেন লারিসা। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন তিনি। সইফ আলি খানের সঙ্গে ‘গো গোয়া গন’ ছবিতে দেখা গিয়েছে লারিসাকে।
View this post on Instagram
আরও পড়ুন: মন্দিরের বাইরে হঠাৎই কেন মেজাজ হারালেন সারা!
শাহরুখ পুত্র আরিয়ান এখন তাঁর পরিচালিত ওয়েব সিরিজ, ‘স্টারডম’-এর প্রস্তুতিতে ব্যস্ত। আরিয়ানের এই কাজ নিয়ে অনুরাগী মহলে ব্যাপক কৌতূহল রয়েছে। এছাড়াও পোশাকের নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তাঁর। সঙ্গে ব্যবসা করেন প্রিমিয়াম অ্যালকোহলের। চাঙ্কিকন্যা অনন্য়া পাণ্ডকে বেশ কয়েকমাস ডেট করছিলেন আরিয়ান খান। তবে সে সম্পর্কে বহু আগেই ইতি টেনেছেন আরিয়ান নিজেই। আর এবার বিদেশিনী লারিসার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও খবর দেখুন