পুরুলিয়া: বৃহস্পতিবার পুরুলিয়া জেলায় সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল। তার পর দু’দিনও কাটেনি। প্রকাশ্যে চলে এল দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল, যুব তৃণমূল, মহিলা তৃণমূল এবং আইএনটিটিইউসির নতুন কমিটি নিয়েই দ্বন্দ্বে সূত্রপাত পুরুলিয়া জেলার রঘুনাথপুরে।
প্রাক্তন শহর সহ-সভাপতি শয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দলে স্বচ্ছ লোকের স্থান নেই। যারা দুর্নীতিগ্রস্ত, কাটমানি নেয়, তাঁদেরকেই দলে স্থান দেওয়া হয়েছে। নিজেকে দীর্ঘদিনের তৃণমূল কর্মী বলে দাবি করেছেন । শুক্রবার সন্ধ্যায় রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নবনিযুক্ত পদাধিকারীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সভায় তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের পদাধিকারীরা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না নবনিযুক্ত শহর সহ-সভাপতি সুকুমার রায়। তাঁর অভিযোগ, এই সভায় তাঁকে ডাকাই হয়নি। সভাপতির তাঁকে পছন্দ না হওয়ার কারণেই এমনটা ঘটে থাকতে পারে বলে অনুমান সুকুমারবাবুর। নবনিযুক্ত শহর সভাপতি বিষ্ণুচরণ মেহতা এই দাবি মানতে চাননি।
তাঁর কথায়, সহ-সভাপতিকে ডাকা হয়েছিল। তিনি কেন আসেননি, সেটা তিনিই জানেন। রাজ্যের অনুমোদনে এই তালিকা প্রকাশ হয়েছে। যাঁরা কাটমানি খেয়েছেন, তাঁরা দলটাকে পিছিয়ে রেখেছিলেন। অনেকে অনেক কিছুই বলবেন। যাঁরা এসব বলছেন, তাঁরা চ্যাং-ব্যাং। ওরা আমার হাত ধরে রাজনীতি করেছে।