skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsMamata Banerjee: বগটুইয়ে সিবিআই তদন্তে হস্তক্ষেপ করছে বিজেপি, অভিযোগ মমতার

Mamata Banerjee: বগটুইয়ে সিবিআই তদন্তে হস্তক্ষেপ করছে বিজেপি, অভিযোগ মমতার

Follow Us :

দার্জিলিং : বিজেপি বগটুই তদন্তে হস্তক্ষেপ করছে । অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, রাজ্য সরকার সিবিআইকে সব রকম ভাবে তদন্তে সাহায্য করছে । সিবিআইয়ের উচিত নিরপেক্ষ ভাবে তদন্ত করার । কিন্তু তা হচ্ছে না । দার্জিলিং থেকে ফের একবার কেন্দ্র-বিজেপি-সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা ।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি-কেন্দ্র সিবিআই তদন্ত প্রভাবিত করছে৷ এই ঘটনাকে নিন্দনীয়, অনভিপ্রেত, গণতান্ত্রিক কাঠামোর পক্ষে অ-মর্যদাকর বলেও উল্লেখ করেন মমতা৷ বিজেপির কার্যকালাপ আসলে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার একটা উদাহরণ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, রাজ্য সরকার যখন সিবিআই-কে সব রকম সাহায্য করছিল, তখন বিজেপির এমন পদক্ষেপ কোনও ভাবেই সমর্থন যোগ্য নয়৷

বুধবার রামপুরহাট নিয়ে বিজেপির তথ্য অনুসন্ধান (ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি) দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে একটি রিপোর্ট দেয়৷ এ দিন সকালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-ভারতী ঘোষেরা নাড্ডার সঙ্গে দেখা করেন৷ তাঁর হাতে রিপোর্ট তুলে দেন৷ নাড্ডা যাতে সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে এই রিপোর্ট তুলে দেন, সেই অনুরোধও করেছেন বিজেপি নেতারা৷

রিপোর্ট তুলে দেওয়ার পর সুকান্ত মজুমদার জানিয়েছেন, তৃণমূল নেতৃত্ব-পুলিস-রাজনৈতিক নেতাদের যোগসাজসে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে৷ তাই সুপারিশ করা হয়েছে, মানবধিকার কমিশন, মহিলা কমিশন এবং শিশু অধিকার সংরক্ষণের জন্য জাতীয় কমিশন বগটুই গ্রামে যাক৷ সেখানকার পরিস্থিতি দেখুক৷ কীভাবে তা স্বাভাবিক করা যায়, তার চেষ্টা করুন৷ এই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, রাজ্য সরকার রাজ্যের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ৷ পরে সুকান্ত মজুমদার দাবি করেছেন, রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন জেপি নাড্ডা৷

আরও পড়ুন-Mamata Banerjee: মহাকাল মন্দিরে পুজো মমতার, ২৭ দিনের শিশুকে কোলে নিয়ে মুখ দেখে দিলেন টাকা

সেই প্রসঙ্গেই এ দিন শৈলশহর দার্জিলিং থেকে বিজেপি-কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী৷ সিবিআই তদন্তকে বিজেপি ভুল পথে চালিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করে মমতার দাবি, ‘‘এই জাতীয় পদক্ষেপ সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল৷ তদন্ত চলছে, এ সময় এ ভাবে রিপোর্ট পেশ করা অত্যন্ত নিন্দনীয়৷ এই পদক্ষেপ প্রমাণ করে, রামপুরহাটের বগটুইয়ের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ৷ রাজ্য সরকারকে বদনাম করতে এমন কাজ করা হচ্ছে৷ রামপুরহাট নিয়ে বিজেপি বড়সড় ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘কীভাবে সিবিআইয়ের রিপোর্টের আগে বিজেপি তাদের রিপোর্ট পেশ করল৷’’

 

RELATED ARTICLES

Most Popular