skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeরাজ্যদমদমে সিপিএম, বিজেপির মধ্যে সেটিং হয়েছে, বিস্ফোরক মমতা
Mamata Banerjee

দমদমে সিপিএম, বিজেপির মধ্যে সেটিং হয়েছে, বিস্ফোরক মমতা

হার নিশ্চিত বুঝে নেত্রীর ভয় ধরেছে, জবাব সুজন, শমীকের

Follow Us :

বারুইপুর: দমদম (Dum Dum Lok Sabha) কেন্দ্রে সিপিএম এবং বিজেপির মধ্যে সেটিং হয়ে গিয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বারুইপুরে এক নির্বাচনী সভায় তৃণমূল নেত্রী বলেন, আমার কাছে ওই দুই দলের আঁতাঁতের খবর এসেছে। লোকসভা (LokSabha Election 2024) ও বিধানসভা নির্বাচনে কার ভোট কারা পাবে, তা নিয়ে কথা হয়েছে দুই দলের মধ্যে। মমতার দাবি, লোকসভা নির্বাচনে বিজেপির ভোট যাবে বামেদের ঝুলিতে। আর বিধানসভা নির্বাচনে বামেদের ভোট পাবে বিজেপি।

মুখ্যমন্ত্রী বলেন, সাধে কি আমি কংগ্রেস ছেড়েছি? বাম জমানায় সিপিএমের সঙ্গে আঁতাঁত করে চলছিল কংগ্রেস। তাঁর দাবি, বিজেপি বুঝতে পেরেছে, তারা আর ক্ষমতায় ফিরছে না। আমরা বিজেপিকে উৎখাত করেই ছাড়ব। এখানে বিজেপিকে হারাতে তৃণমূল একাই যথেষ্ট। বাংলায় আমরা কংগ্রেস, সিপিএমের সঙ্গে নেই। জাতীয় স্তরে আমরা ইন্ডিয়া জোটে আছি। বিজেপিকে সরিয়ে ইন্ডিয়া জোটই এবার ক্ষমতায় আসবে।
দমদমে সিপিএম এবং বিজেপির মধ্যে আঁতাঁত নিয়ে মমতার দাবিকে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ

দমদমের জোট প্রার্থী এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, মুখ্যমন্ত্রী তো দমদমে এ কথা বলেননি। যাদবপুরে গিয়ে তাঁকে এটা বলতে হল কেন। এ কথা শুনে তো ঘোড়াও হাসবে। সুজন বলেন, বাম জমানায় কিন্তু রাজ্যে বিজেপি খাতা খুলতে পারেনি। তৃণমূল রাজত্বেই বাংলায় বিজেপির রমরমা হয়েছে। তিনিই তো কতবার বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন। আবার বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের হাত ধরেছেন। সিপিএম প্রার্থীর দাবি, দমদমে হারের ভয় পেয়েছেন মমতা।

বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, আসলে মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন, এবার দমদমে তৃণমূলের হাল খারাপ। শমীক ২০১৯ সালের লোকসভা ভোটে দমদমে বিজেপির প্রার্থী ছিলেন। সেবার তিনি মাত্র ৫৩ হাজার ভোটে হারেন তৃণমূলের প্রার্থী সৌগত রায়ের কাছে। সৌগত ২০০৯ সাল থেকে পরপর তিনবার দমদম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে আসছেন। এবারও তিনিই তৃণমূলের প্রার্থী।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular