পাঁশকুড়া: ফের বিস্ফোরক মদন মিত্র। এদিন মদন বলেন, দলের মধ্যে অনেক বেইমান আছে। তাদের চিহ্নিত করার সময় এসেছে। দল হয়তো ইতিমধ্যেই চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু করেছে। নন্দকুমারের ঘটনা না ঘটলে বোঝা যেত না দলের মধ্যে এত বেইমান আছে। নন্দকুমার আমাদের চোখ খুলে দিল। চালেও যেমন কাকড়া থাকে, তেমনি দলেও আছে। ইতিমধ্যেই পোস্টমর্টেম প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্তব্য এই নেতার।
পাঁশকুড়ার রাতুলিয়া সমবায় সমিতির ভোটে ৯টি আসনের মধ্যে সবকটি আসনে জয়লাভ করেছে তৃণমূল। বুধবার সকাল থেকে সমবায় সমিতির ভোটকে ঘিরে উত্তেজনা ছিল। এখানে মূলত তৃণমূলের সঙ্গে সিপিএমের লড়াই ছিল। এক সময় সিপিএমের এলাকা হিসেবে পরিচিত ছিল রাতুলিয়া অঞ্চল। রাতুলিয়া সিপিএমের জেলা সভাপতি নিরঞ্জন সিহির এলাকা হিসেবে পরিচিত। এবার সেই এলাকায় সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনে জিতল তৃণমূল-কংগ্রেস।
এই নির্বাচনে বিজেপি ৯টি আসনের মধ্যে ৬টি আসনে প্রার্থী দেয়। তৃণমূল এবং সিপিএম ৯টি আসনেই প্রার্থী দিয়েছিল। এখানে প্রথম তৃণমূল, দ্বিতীয় সিপিএম, তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। মোট ভোটার সংখ্যা ছিল ৮৮৭। তারমধ্যে ভোট পড়েছে ৪৮৮।
আরও পড়ুন:Nirav Modi :আদালতের রায়ে বড় ধাক্কা খেলেন ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদি
বিজেপি পরাজিত প্রার্থী বলেন, যেভাবে সুষ্ঠুভাবে ভোট হয়েছে, এরকম ভোট যেন বাকি সমবায় সমিতির ভোটে এবং পঞ্চায়েত ভোটে দেখতে পাই। সিপিএম পরাজিত প্রার্থী জানান, সমবায় সমিতির ভোটের সঙ্গে পঞ্চায়েত ভোটের কোনও মিল নেই। একসঙ্গে বিজেপি এবং সিপিএম জোট করেছে এরকম কোথাও নেই। নন্দকুমারের বিশেষ বিশেষ ব্যক্তিদের নিয়ে শুধু তারা কমিটি গঠন করে ভোট করেছে। এখানে আমরা বিজেপির ব্যানারে ভোট করেছি। নন্দকুমারে ব্যানারে ভোট করা হয়। আমাদের সঙ্গে কারও সম্পর্ক নেই।