জলপাইগুড়ি: জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে। ওই ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বুধবার মাঝরাতে টহল দিচ্ছিল পুলিশ। সে সময়ে সন্দেহজনক একটি গাড়িকে ধাওয়া করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এই সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পর অভিযুক্তদের খুঁজে বের করা যাবে বলে অনুমান পুলিশের।
গত ২৫ জুলাই জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ীয় এলাকায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইদিন গভীর রাতে দিনবাজারে একটি সন্দেহজনক গাড়ি দেখে দাঁড়া করায়। এরপরই গাড়ির ভিতর থেকে পুলিশকে লক্ষ্য দুষ্কৃতীরা তিন রাউন্ড গুলি চালায় বলে অবিযোগ। কী উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল, তা তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: ছাত্রকে মায়ের সম্পর্কে অশ্লীল কথা লেখানোর অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে
দেখুন আরও অন্যান্য খবর: