কলকাতা: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে মৌসুমি বায়ুর অক্ষরেখা পুরুলিয়া থেকে কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজস্থান (Rajasthan) থেকে মণিপুর (Manipur) পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত। আরও একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত। যেটি বিহার উত্তরবঙ্গ সিকিম হয়ে বাংলাদেশের (Bangladesh) উপর দিয়ে গিয়েছে, যার ফলে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। রবিবারও বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা কিছুটা কমবে।
আরও পড়ুন: আগামী বছর দীঘায় গড়াবে রথের চাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
শনিবার ও রবিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। শনিবার অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের ছয় জেলায়।
দেখুন অন্য খবর: