skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsTapan kandu: তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, মামলার রায় আজ 

Tapan kandu: তপন কান্দু খুনে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, মামলার রায় আজ 

Follow Us :

কলকাতাঃ ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা  মামলায় আজ রায় ঘোষণা করবে হাইকোর্ট।রায়দান করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তপন কান্দু খুনে বিচারপতি রাজ শেখর মান্থা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ে ছিল রাজ্য। আজ সেই আবেদনের রায় ঘোষণা হবে হাইকোর্টে।

গত ৪ এপ্রিল ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলার (Jhala Congress Councilor Murder Case) তদন্তের ভার সিবিআইকে (CBI) দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিসের হাতে থাকা সব নথি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। ৪৫ দিনের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে  জানানো হয়। অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন বিচারপতি।

আর সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার আবেদন জানায় রাজ্য। সেই মামলারই আজ রায় দেবে আদালত।

আরও পড়ুন Uttarakhand Accident: উত্তরাখণ্ডে উদ্ধার কাজ, ময়নাতদন্ত শেষ, বাস দুর্ঘটনায় নিহতদের শেষকৃত্য আজই

 

RELATED ARTICLES

Most Popular