পশ্চিম মেদিনীপুর: রাজ্যে ১৪ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের স্পেল চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তাপমাত্রা আরও বাড়বে এক থেকে দুই ডিগ্রি। আগামী সপ্তাহ জুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, আবহাওয়া দফতেরর পূর্বাভাসের কথা মাথায় রেখেই কমল পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) পুরকর্মীদের (Municipal Workers) কাজের সময় (Time)।
রাজ্যের উষ্ণতম জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা। গত তিন দিনে ৪২ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। জ্বালা ধরানো গরমে বড় দুর্ঘটনা না ঘটলেও সতর্কতা জারি করল স্বাস্থ্য দফতর (Department of Health)। বৈঠক করে সমস্ত ব্লকে তৈরি থাকতে নির্দেশ স্বাস্থ্যকর্তার। গবাদিপশু ও অন্যান্য প্রাণীদের দিকেও নজর রাখার পরামর্শ দিয়েছে। রাস্তায় পথচারীদের পানীয় জল বিলি করছেন পুলিশকর্মীরা৷
গরমের কথা মাথায় রেখে মেদিনীপুর শহরে কমিয়ে দেওয়া হয়েছে দিনের বেলার রাস্তার কাজে থাকা পুরকর্মীদের কাজের সময়। এনিয়ে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সোমেন খান জানিয়েছেন- মেদিনীপুরের তাপমাত্রা অনেকটাই বেশি। যে কারণে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে সকলকে। পুর স্বাস্থ্য কেন্দ্রগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে। চড়া রোদের যাদে অসুস্থ হয়ে না পড়ে তাই পুরসভার কর্মীদের কাজের সময় কমিয়ে দেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন থানাগুলি থেকে জলসত্র খুলে দেওয়া হয়েছে। রাস্তায় যাওয়া বিভিন্ন গাড়ি গুলিতে চালক ও অন্যান্যদের পানীয় জল বিলি করছে পুলিশ। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন- পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে মানুষকে সতর্ক থাকার জন্য। পুলিশ কর্মীদেরও তৈরি থাকতে বলা হয়েছে। পুলিশের সোশ্যাল সাইট গুলিতেও বিভিন্নভাবে ইনফরমেশন দিয়ে আপডেট করা হচ্ছে মানুষের স্বার্থে।
আরও পড়ুন:Drunken Doctors| প্রচণ্ড জোরে বাইক চালিয়ে দরজা ভেঙে দোকানে ঢুকলো মদ্যপ জুনিয়ার ডাক্তাররা
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী বলেন- ব্লক স্তরের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আশা কর্মী ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশিকা লিফলেট বিলি করা হচ্ছে। সকলকেই অনুরোধ মানুষ ছাড়াও গবাদিপশু ও অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন প্রয়োজন। মেদিনীপুর শহরে অরবিন্দ শিশু উদ্যানে রয়েছে বিভিন্ন পশু পাখি এবং হরিণও। তাদের জন্য প্রতিদিনই এই মুহূর্তে অতিরিক্ত পরিচর্যা শুরু হয়েছে। বেশ কয়েকবার ধরে স্নান করানো, পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে।
অন্যদিকে অত্যাধিক গরম পড়ার কারণে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার থেকে শনিবার পর্যন্ত ছুটি থাকবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী সপ্তাহের জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতেছুটি থাকবে। বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতেও যাতে ছুটি রাখা হয়, তার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।