কলকাতা: শুক্রবার বিকেল থেকেই শুরু হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি। আজ শনিবারও সকাল থেকে আকাশ কালো। ফোটাফোটা পড়েছে কোথাও কোথাও। সঙ্গে রয়েছে হাওয়া। সবমিলিয়ে দক্ষিণবঙ্গে (South Bengal) মনোরম আবহাওয়া। কিন্তু আপাতত ক্রিকেটপ্রেমী বঙ্গবাসী মনোরম আবহাওয়া নিয়ে চিন্তিত নয়। তাদের একটাই প্রশ্ন, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএলের (IPL 2025) উদ্বোধনী ম্যাচের কী হবে?
কলকাতা (Kolkata) শহরে আজ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বাতাস বইবার পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। এদিকে ইডেনে আজ খেলা শুরুর আগে জমকালো অনুষ্ঠান। শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা পারফর্ম করবেন। তারপর কিং খানের দলের বিরুদ্ধে খেলবেন কিং কোহলিরা। এরকম একটা ‘ব্লকবাস্টার স্যাটারডে নাইট’ কি শেষমেশ ভেস্তে যাবে?
আরও পড়ুন: হিথরো বিপর্যয়ে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর লন্ডন সফর!
শনিবার দুর্যোগের আশঙ্কা সবথেকে বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ঝড়বৃষ্টি এমনকী শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর রাজ্য জুড়ে কমলা সতর্কতা জারি করেছে। রবিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার প্রভাব অনেকটাই কমবে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও (North Bengal) রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরের অন্য জেলায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, বইতে পারে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় সোমবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
দেখুন অন্য খবর: