Sunday, June 29, 2025
HomeScrollতৃণমূল করেন বলতে লজ্জা পেলে চলবে না, ফেরিওয়ালা হতে হবে, মন্তব্য বিধায়কের
Lok Sabha Election 2024

তৃণমূল করেন বলতে লজ্জা পেলে চলবে না, ফেরিওয়ালা হতে হবে, মন্তব্য বিধায়কের

Follow Us :

অশোকনগর: এবার প্রকাশ্য সভায় তৃণমূল কর্মীদের ফেরিওয়ালার সঙ্গে তুলনা করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। শনিবার উত্তর ২৪ পরগনার হাবড়া ২ ব্লকের রাজীবপুর-বিড়া পঞ্চায়েতের অনন্তপাড়ায় একটি নির্বাচনী জনসভার বক্তব্যে তিনি বলেন, আমরা হলাম ফেরিওয়ালার মত। আমরা তৃণমূল করি, দলের কাজও করছি কিন্তু অনেকেই মানুষের মধ্যে বলতে গিয়ে লজ্জা পাচ্ছে। এরকম করলে হবে না। ট্রেনে যদি কোনও বাদাম বিক্রেতা বাদামের ফেরি না করে তার যেমন বিক্রি হবে না, একইরকম ভাবে মানুষের মধ্যে গিয়ে তৃণমূলের কথা না বললে কোনও লাভ হবে না। অনেকেই বলতে লজ্জা পাচ্ছেন।

গতকালকের ওই নির্বাচনী জনসভায় এসে এভাবেই কিছু দলীয় নেতৃত্বকে বিঁধলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারে়র সামনেই সমর্থনে সভা চলছিল। সেখানেই নারায়ণ এমন বলে ওঠেন ফেরিওয়ালাদের লজ্জা পেলে চলে না।

আরও পড়ুন: ভোটের মুখে মুর্শিদাবাদে উদ্ধার প্রচুর তাজা বোমা

পরে অবশ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বক্তব্যের সাফাই দিয়ে তিনি বলেন, আমাদের দলের একটা ছোট অংশ বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন। তাঁদের উদ্দেশ্যেই একথা বলা হয়েছে। কর্মীদের ভোটের আগে উজ্জীবিত করার জন্য এরকম কথা মাঝে মাঝেই বলতে হয় বলে দাবি করেন অশোকনগরের বিধায়ক।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39