কলকাতা: বিক্ষিপ্ত অশান্তি সঙ্গে নিয়েই চলছে পঞ্চম দফার ভোট (5th Phase Lok Sabha Election 2024)। তবে ভোটদানের হার আপাতত নির্বাচন কমিশনের (Election Commission) কাছে বেশ ইতিবাচক। রাজ্যে ৭টি লোকসভা কেন্দ্র বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়াতে চলছে ভোটগ্রহণ।
সকাল ৯টা পর্যন্ত বাংলার এই সাতটি কেন্দ্রে ভোট পড়েছিল ১৫.২১ শতাংশ। সকাল ১১টায় সেই হার বেড়ে দাঁড়ায় প্রায় ৩২.৭০ শতাংশ। বেলা ১টা পর্যন্ত ভোটের হার হয় ৪৮.৪১ শতাংশ। তবে এরই মাঝে ঝড়-বৃষ্টির কারণে বনগাঁ ও ব্যারাকপুরের ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়। বিকেল ৩টে পর্যন্ত ভোটের হার ৬২.৭২ শতাংশ। ভোটদানের হারে এখনও পর্যন্ত সবথেকে এগিয়ে আরামবাগ কেন্দ্র। তারপরেই রয়েছে উলুবেড়িয়া।
আরও পড়ুন: লকেটের চোর স্লোগান, পাল্টা অসীমার ডাকাত, ধুন্ধুমার ধনেখালি
রিপোর্ট অনুযায়ী বিকেল ৩টে পর্যন্ত-
- বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৬১.৮৩ শতাংশ।
- ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৫৫.৩৪ শতাংশ।
- হাওড়া লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৫৮.৮১ শতাংশ।
- উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৬৬.৪৫ শতাংশ।
- শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৬৩.০৫ শতাংশ।
- হুগলি লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৬৫.০১ শতাংশ।
- আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোটের হার: ৬৭.১২ শতাংশ।
দেখুন ভোটের আরও খবর