জলপাইগুড়ি: পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির (WBCUPA) জলপাইগুড়ি জেলা শাখার তরফে পালিত হল উৎসবকালীন বস্ত্র বিতরণ কর্মসূচি। শুক্রবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের দোলাইগাঁও ও সাহেববাড়ির বন্যাবিধ্বস্ত এলাকায় সাধারণ মানুষের হাতে পুজোর নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়। সংগঠনের তরফে এদিন ২০০ জন মানুষের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল।
আরও পড়ুন: বিজেপির জেলা পরিষদের সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সংগঠনের তরফে গোপা রায় বলেন, পুজোর মুখে এই মানুষগুলি প্রাকৃতিক বিপর্যয়ে বিপদগ্রস্ত ছিলেন। সমস্ত রকম প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে তাঁরা যাতে উৎসবে শামিল হতে পারেন সেই কারণে নতুন জামাকাপড় দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়, চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ, জেলা পরিষদ সদস্য মহাচেনা বেগম।
দেখুন অন্য খবর: