কলকাতা: লোহিত সাগরে হুথিদের ড্রোন তেলের ট্যাঙ্কারকে আঘাত করেছে এমন একটি ফুটেজ ভাইরাল (Viral) হয়েছে। হুথিরা (Houthi) বিভিন্ন ধরনের হামলার দায় স্বীকার করেছে। গাজায় (Gaza) ইজরায়েলের (Israel) আগ্রাসনের পর থেকেই তারা এই ধরনের হামলা শুরু করেছে। গত নভেম্বর থেকে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে ১৮৮টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছেন হুথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিকাল হুথি। এই হামলায় লোহিত সাগর দিয়ে বন্ধ হয়ে গিয়েছে ইজরায়েলের জাহাজ চলাচল। হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধে প্যালেস্তাইনবাসীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে গত নভেম্বর থেকে লোহিত সাগরে হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। হুথির আক্রমণগুলো ব্রিটিশ ও মার্কিনদের বিরুদ্ধে। এর ফলে বিশ্ব বাণিজ্যে বিশাল ক্ষতি হচ্ছে। জাহাজের মালিকরা আফ্রিকার চারিপাশে দীর্ঘপথ পাড়ি দিতে বাধ্য হচ্ছে।
এদিকে ইয়েমেনে আবারও আমেরিকা ও ব্রিটেন বিমান হামলা করেছে। ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। সেখানকার এক টিভি চ্যানেলে ধামার শহরের দক্ষিণে হামলা হয়েছে। মার্কিন ও ব্রিটিশ সরকার এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ব্রিটিশ সরকার সূত্রে দাবি করা হচ্ছে ব্রিটেন জড়িত ছিল না।
আরও পড়ুন: ইরানের তেলের খনিতে ইজরায়েলের হামলা নিয়ে কী বললেন বাইডেন?
আরও খবর দেখুন