Thursday, July 3, 2025
HomeকলকাতাWB State Budget 2023: খনার বচনেই কি রাজ্য বাজেটের দিনবদল? সর্বস্তরে জল্পনা

WB State Budget 2023: খনার বচনেই কি রাজ্য বাজেটের দিনবদল? সর্বস্তরে জল্পনা

Follow Us :

কলকাতা: ‘মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা’, খনার (Khana) এই বচনে ভর করেই কি এবার রাজ্য বাজেট (WB State Budget 2023) পেশ হতে চলেছে? বেশ কয়েকদিন ধরে রাজ্য-রাজনীতিতে এরকমই ফিসফাস শোনা যাচ্ছে। তা না হলে, রাজ্য বাজেট পেশের দিন স্থির হয়েও বদল হয়ে গেল কীভাবে? প্রথমে ঠিক হয়, ৬ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। ১০ ফেব্রুয়ারি, শুক্রবার রাজ্য বাজেট পেশ হবে। কিন্তু পরে সেই তারিখ পাল্টে করা হয় ৮ ফেব্রুয়ারি। তারপর ফের বাজেট পেশের দিন ঠিক হয়, বুধবার ১৫ ফেব্রুয়ারি।

]এই দিনবদলের খেলা নিয়ে নানান মুনির নানা মত শোনা যাচ্ছে। পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, সরকারের কাছে বাজেট অধিবেশন সব সময়ই গুরুত্বপূর্ণ। তাছাড়া, এবার অধিবেশনে বাড়তি গুরুত্ব রয়েছে। নবাগত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) এবারই প্রথম বিধানসভার অধিবেশন শুরু করবেন।

আরও পড়ুন: Adani Groups: হিমাচলে আদানির সংস্থায় হানা আয়কর দফতরের

তবে কোনও কোনও সংবাদমাধ্যম দাবি করেছে, জ্যোতিষীর (Astrology) নির্দেশ মতো দিন পরিবর্তন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার। এর বদলে ১৫ ফেব্রুয়ারি বুধবারকে বেছে নেওয়া হয়েছে। বলা হয় যে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বুধবার শুভদিন। তবে এ ধরনের অবৈজ্ঞানিক জল্পনাকে মেনে নেননি সরকারপক্ষের কেউ।

তবে আর একটি পক্ষের মত হচ্ছে, ত্রিপুরা ভোটের (Tripura Assembly Election 2023) প্রচারের জন্য এই দিনবদলের সিদ্ধান্ত। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আগরতলায় (Agartala) যাওয়ার কারণে একেবারে শেষ মুহূর্তে দিন বদলে দেওয়া হয়েছে। তাছাড়া ১৫ তারিখ রাত পোহালেই ত্রিপুরায় ভোট শুরু হবে। তাই তৃণমূল বিরোধীদের ধারণা, পশ্চিমবঙ্গের বাজেটে বিভিন্ন জনমুখী ঘোষণা করে ত্রিপুরাবাসীকে টোপ দেখাতেই আগের দিন বাজেট পেশ হতে চলেছে।

কেননা, অধিবেশন ৮ ফেব্রুয়ারি শুরু হওয়ায় ১০ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে কোনও সমস্যা ছিল না। ১০ ফেব্রুয়ারি, শুক্রবার, প্রথামাফিক ওই দিনে সাধারণত মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত থাকেন। সেদিক থেকে আজ বাজেট পেশের জন্য উপযুক্তই ছিল। কিন্তু, তা না করে ১৫ ফেব্রুয়ারি, বুধবারকে বেছে নেওয়ার পিছনে নাকি খনার বচন রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। 

সরকারি সূত্রে জানা যাচ্ছে, ৮ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপরে আলোচনার জন্য ১০ ও ১৩ তারিখ বরাদ্দ করা হয়েছে। সেই কারণেই ১৫ তারিখে বাজেট পেশ হবে বিধানসভায়৷ কিন্তু, অভিজ্ঞদের মতে, এটা প্রথা, কোনও নিয়ম নয়।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39