Thursday, July 3, 2025
Homeলাইফস্টাইলBeware of sharing cosmetics: অন্যের সাজের সরঞ্জাম ব্যবহার করেন? ত্বকের সমস্যা থেকে...

Beware of sharing cosmetics: অন্যের সাজের সরঞ্জাম ব্যবহার করেন? ত্বকের সমস্যা থেকে সাবধান!

Follow Us :

বিয়েবাড়িতে নিকট আত্মীয়দের সঙ্গে কিংবা আউটিংয়ে বা পার্টিতে গিয়ে বন্ধুদের সঙ্গে মেকআপের কসমেটিক্স ভাগ করেনি আমরা অনেকেই।  বন্ধুত্ব গাঢ় হলে সম্পর্ক ভাল হলে এই মেকআপ শেয়ারিংয়ের ব্যাপারেও এক রকমের ভাল লাগা কাজ করে। কিন্তু জানেন কি আবেগতাড়িত হয়ে যে ব্যপারটায় আপনি আনন্দ পান সেই কাজই কিন্তু বিপদ ডেকে আনতে পারে আপনার ও আপনার প্রিয়জনেদের জন্য। কাজল, লিপস্টিক সহ অন্যান্য বেশ কয়েকটি সাজ সরঞ্জাম ভাগাভাগি করলে কি কি বিপদ হতে পারে জেনে নিন-

চোখের মেকআপের কসমেটিক্স(Eye makeup & cosmetics)

চোখ আমাদের শরীরের অন্যতম সংবেদনশীল অঙ্গ। আর এই চোখেই বাসা বাঁধে একাধিক ব্যাক্টেরিয়া। বিশেষ করে যারা কনট্যাক্ট লেনস ব্যবহার করেন তাদের কনট্যাক্ট লেনসে ব্যাক্টেরিয়া আটকে পরে। তাই কাজল, আইলাইনার, মাস্কারা এগুলো যদি অন্যদের সঙ্গে ভাগ করে সেক্ষেত্রে অন্যদের থেকে আপনার আর আপনার থেকে অন্যদের মধ্যে ব্যাক্টেরিয়ার সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। এতে চোখের সংক্রমণ বাড়তে পারে। এর ফলে চোখে লাল হয়ে যেতে পারে।

লিপস্টিক (Lipstick)

নিজের লিপস্টিক অন্যকে দেওয়া কিংবা অন্যের লিপস্টিক বা লিপ কালার ব্যবহার করা শুধু যে আনজাইজেনিক তাই নয় বরং এতে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এই ভাইরাল ইনফেকশন থেকে নানা রকমের কোলড সোর(cold sores) হতে পারে যা সারতে দীর্ঘ সময় নেয়।

অ্যাকনের সম্ভাবনা(Acne)

অনেক সময় এমন কোনও কসমেটিক্স যা আপনার ত্বকের জন্য ঠিক না তা ব্যবহার করলে ব্রণ বা ফুসকুড়ির সমস্যা হতে পারে। আবার অনেক সময় মেকআপ প্রোডাক্ট ব্যাক্টেরিয়া জমে যায়। অনেক সময় কনসিলার বা ফাউনডেশনের ঢাকনা খোলা থাকলেও তাতে ব্যাক্টেরিয়া জমে যায়। পাশাপাশি যাদেক মুখে ব্রণ বা ত্বকের কোনও সমস্যা থাকে তাদের ব্যবহার করা কসমেটিক্স একবারের জন্য ব্যবহার করলেও ব্যাক্টেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

মেকআপ ব্রাশ ও অ্যাপলায়ার(makeup brush & applier)

মেকআপের সরঞ্জাম অনেকেই ব্যবহারের পর সেভাবে গুছিয়ে বা পরিষ্কার করে রাখেন না। এ ক্ষেত্রে মেকআপের ব্রাশ বা অ্যাপ্লায়ারে অবশিষ্ট মেকআপ ও ঘামের সঙ্গে মিশে, এতে ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে। তাই কারও ব্যবহার করা মেকআপ ব্রাশ বা অন্যান্য অ্যাপ্লায়ারের মাধ্যমে খুব সহজেই জীবাণু ছড়িয়ে পড়তে পারে। এই সব ক্ষেত্রে জীবাণু সংক্রমণের সম্ভাবনা প্রবল।

মেকআপ টেস্টার(makeup tester)

মেকআপ টেস্টারগুলো যে ব্যাক্টেরিয়ার একেবারে আতুড়ঘর তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। এত লোকের হাতে হাতে ঘোরে এই মেকআপ টেস্টার যে ব্যবহারের পক্ষে এটা ভীষণ আনহাইজেনিক। তাই এই টেস্টারগুলো সরাসরি হাতে করে ব্যবহার না করে বরং ডিজপোজেবিল টুল ব্যবহার করুন। ব্যবহারের পর তুলো দিয়ে ভাল করে মুছে ফেলুন।

(ছবি সৌ: Pexels)

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39