কলকাতা: বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিনে ধুন্ধুমার (TMC-BJP Clash Assembly)। তৃণমূল-বিজেপি বিধায়কদের হাতাহাতির ঘটনায় উত্তেজনা বিধানসভায়। দু’পক্ষের হাতাহাতির আহত হয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি করা হয়েছে তাঁকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Suspended) মেরে নাক ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ বিধায়কের।
এই ঘটনার পর সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেই সময় দেখা যায়, অসিতবাবু কাঁদছেন। তিনি বলেন, ‘ওরা (বিজেপি) আমাদের মহিলাদের গায়ে হাত দিচ্ছিল। আমি গিয়ে বললাম, মহিলাদের গায়ে হাত দিচ্ছেন কেন। তখন শুভেন্দু টেনে আমায় একটা ঘুষি মারল।’ অসিত মজুমদার জানিয়েছেন, তাঁর ডান চোখের নীচের দিকে সপাটে ঘুসি মারা হয়েছে। তৃণমূলের দাবি, অসিত মজুমদার ছাড়াও নির্মল মাজি-সহ তাঁদের বেশ কয়েকজন বিধায়ক জখম হয়েছেন।
শুভেন্দু অবশ্য ঘুসি মারার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কাউকে মারধর করিনি। তৃণমূল বিধায়করাই একতরফা ভাবে আমাদের সদস্যদের মারধর করেছেন। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, এই প্রথম বিধানসভায় কলকাতা পুলিসের লোকজনকে সিভিল ড্রেসে ঢুকিয়েছে শাসকদল। সেই সিভিল ড্রেসের পুলিস নজিরবিহীনভাবে বিরোধী বিধায়কদের মারধর করেছে। বিজেপির একাধিক বিধায়ক গুরুতর জখম হয়েছেন।
হতাশাগ্রস্থ লোডশেডিং MLA আজ বিধানসভায় ঘুষোঘুষি করলেন।@jdhankhar1 ওনাকে কখন সংবিধানের পাঠ দেবেন?
ভূতের ভোটে জেতা @SuvenduWB-র জানা উচিত,বিধানসভা যে মারামারি করার জায়গা নয়। গুণ্ডামি না করলে কি @BJP4Bengal তে পদন্নোতি হয় না?
বিধানসভা কক্ষে বিজেপির বর্বরতাকে ধিক্কার!
— Sudip Raha (@aitcsudip) March 28, 2022
পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি বিধায়করা গত কয়েকদিন ধরে রোজ বিধানসভায় গোলমাল চালিয়ে যাচ্ছেন। আজ যা ঘটল, তা নজিরবিহীন। বিরোধী বিধায়করা গুন্ডামি করেছেন। মহিলা নিরাপত্তা কর্মীদের পর্যন্ত মারা হয়েছে। এই ঘটনা আগে কখনও বিধানসভায় ঘটেনি। আমরাও বিধানসভায় বিরোধী দলের ভূমিকায় অনেক বছর ছিলাম। কখনও এসব হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এদিন বিধানসভার অনেক সম্পত্তির ক্ষতি হয়েছে।