Homeজেলার খবরRampurhat Violence: উদ্ধার হওয়া শাবল দিয়েই মারা হয়েছিল পুড়ে খাক হওয়া মানুষগুলোকে?...

Rampurhat Violence: উদ্ধার হওয়া শাবল দিয়েই মারা হয়েছিল পুড়ে খাক হওয়া মানুষগুলোকে?  

Follow Us :

রামপুরহাট: শাস্তি চাই। যেভাবেই হোক দোষীদের ধরতে হবে। দাবি তুললেন মিহিলালের দাদা বনিরুল শেখ। রবিবার পোড়া বাড়িতে সিবিআই (CBI) এবং ফরেন্সিক দলের সদস্যরা কুড়ুল, শাবল  উদ্ধারের পর খুন করে জ্বালিয়ে (Rampurhat Violence) দেওয়ার তত্ত্ব ফের মাথাচারা দিতে শুরু করল।

গত সোমবার এক নাবালক-সহ সাতজনের পুড়ে খাক (Political Violence) হওয়া দেহ উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। যেভাবে বাড়িসুদ্ধু আগুন লাগিয়ে খুন করা হয়েছে। তা নিন্দা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সিট গঠন করে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। ঠিক তখনই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

রবিবার সিবিআইয়ের গোয়েন্দারা অকুস্থল (Rampurhat Clash) থেকে শাবল, কুড়ুলের মতো সরঞ্জাম উদ্ধার করেন। যা দেখে সিবিআই কর্তাদের প্রাথমিক সন্দেহ সেদিন রাতে খুন করে বা আধমরা করে ওই সাতজনকে ঘরের মধ্যে ফেলে রাখা হয়েছিল। তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও তদন্তের এখন অনেক পথ বাকি। এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ঠিক এই পরিস্থিতিতেই ফের একবার দোষীদের শাস্তি চাইলেন বনিরুল।

আরও পড়ুন- Rampurhat Violence: মমতার নির্দেশের পরই তৎপর প্রশাসন, মিলছে সাহায্য, জানালেন মিহিলাল

সেদিন রাতে কুড়ুল, শাবল দিয়ে ওই মানুষগুলোর উপর হামলাকারীরা চড়াও হয়েছিল বলেও আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন বনিরুল। ক্যামেরার সামনে দোষীদের শাস্তির কথা বলেই মুখবন্ধ রেখেছেন বনিরুল। কিন্ত যেভাবে পোড়া মাটির গন্ধ বগটুইতে নাক পাতলেই পাওয়া যাচ্ছে তাতে মারধর, খুন এবং আগুন লাগানোর কথাই সামনে আসছে।

RELATED ARTICLES

Most Popular