Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাSSC TMC: 'মমতা ও ঈশ্বর জানেন আমি কখনও মন্ত্রী হতে চাইনি', ফিরহাদকে...

SSC TMC: ‘মমতা ও ঈশ্বর জানেন আমি কখনও মন্ত্রী হতে চাইনি’, ফিরহাদকে জবাব কুণালের

Follow Us :

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতি ইস্যুতে তৃণমূল শীর্ষ নেতৃত্বের মধ্যে তরজা ক্রমেই বাড়ছে। পার্থ চট্টোপাধ্যায়ের দিকে পরোক্ষে অভিযোগের আঙুল তোলার জন্য কুণালকে শনিবার কটাক্ষ করেছিলেন ফিরহাদ। বলেছিলেন, ‘কুণাল তো মন্ত্রিসভার সদস্য নন’। রবিবার পাল্টা দিলেন কুণাল। তৃণমূল মুখপাত্রের কথায়, ‘আমি মন্ত্রী নই, আমাকে মনে করাতে হবে না।’

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘মন্ত্রী নই বলেই বলেছিলাম, সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জবাব দিতে পারবেন। মমতা ও ঈশ্বর জানেন যে আমি কখনও মন্ত্রী হতে চাইনি। আমি কোনও ভুল করলে ভাড়াটে সেনাকে সাফাই দিতে নামতে হয়, তার থেকে থুতু ফেলে ডুবে মরা ভাল।’ ফিরহাদের নাম না নিলেও কুণালের আক্রমণের ধরন দেখে স্পষ্ট, রাজ্যের মন্ত্রী ফিরহাদকেই নিশানা করেছেন তিনি।

শুক্রবার কুণাল বলেছিলেন, ‘যে ধরনের কেলেঙ্কারির অভিযোগ আসছে, তার একটিও ব্রাত্য বসুর জমানায় নয়। দলের মহাসচিব তথা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিস্তারিত বুঝিয়ে বলতে পারবেন।’ যদিও শনিবার এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সুর বদল করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে দায় চাপাইনি। দলের কারও উপর দায় চাপাইনি।’

আরও পড়ুন: Hiran Chatterjee: অস্ত্র হাতে তুলে নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন হিরণ

ফিরহাদ অবশ্য এসএসসি ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই দাঁড়ান। তাঁর দাবি, তৃণমূলের কোনও নেতা-মন্ত্রী অন্যায় করেননি। এসএসসি দুর্নীতির সঙ্গে পার্থদার কী সম্পর্ক? আর আজ কুণাল এর পাল্টা বললেন, ‘আমি দলের সৈনিক, তবে মন্ত্রী নই। আমি সরকারের কেউ নই, এটা মনে করানোর প্রয়োজন নেই। আমার লড়াই আমি সামলেছি, আমার মন্ত্রী হওয়ার কোনও হ্যাংলামি নেই।’

RELATED ARTICLES

Most Popular