Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরDiesel Price Hike: অগ্নিমূল্য ডিজেল, বালুরঘাটে বন্ধ বেসরকারি বাস পরিষেবা

Diesel Price Hike: অগ্নিমূল্য ডিজেল, বালুরঘাটে বন্ধ বেসরকারি বাস পরিষেবা

Follow Us :

বালুরঘাট: অস্বাভাবিক হারে বেড়েছে ডিজেলের দাম। কেরোসিনে চলছে বাস। বাড়ছে পরিবেশ দূষণ। তা রুখতেই আচমকা মটর ভেইকেল আধিকারীকদের হানা। যার জেরেই আচমকাই বন্ধ হয়ে গেল বালুরঘাট শহরের বেসরকারি বাস পরিষেবা। ফলে চরম হয়রানির শিকার যাত্রীরা।

প্রতিদিন ডিজেলের দাম বাড়ছে। ফলে, বেশ কিছু বেসরকারি পরিবহন ডিজেলের বদলে কেরসিন দিয়ে চালানো হচ্ছে। ফলে বিষাক্ত ধোয়ায় পরিবেশ দূষিত হয়ে পড়ছে।  যে খবর পেয়ে রবিবার সকালে আচমকা মটর ভেইকেল দফতরের আধিকারিকরা বালুরঘাট বেসরকারির পরিবহন  স্ট্যান্ডে  হানা দেয়।

আধিকারিকরা দেখেন দুটি গাড়িতে ডিজেলের পরিবর্তে  কেরসিন  তেল ভরা রয়েছে। ওই বাস মালিকদের শোকজ করা হয়।  এরপরেই আচমকা বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কিছু বাস দাঁড়িয়ে থাকলেও সেই বাসে কোন কর্মীদের দেখা মেলেনি।

আরও পড়ুন- Hiran Chatterjee: অস্ত্র হাতে তুলে নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন হিরণ

বাস মালিকরা বৈঠকে বসেন। তাদের দাবি, মোটর ভেইকেল দফতর শোকজ তুলে না নেওয়া পর্যন্ত গাড়ি চলবে না।  তবে, বাস মালিক সংগঠনের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। সংগঠনের সম্পাদক মানস চৌধুরীর দাবি, বাস মালিকরা কর্মীদের প্রাপ্য মজুরি দিতে পারছে না।  ফলে কর্মীরা কাজে আসেনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ডিজেলের দাম বাড়ছে। বাস ভাড়া না বাড়ালে বাস চালানো অসম্ভব। সেই কারণেই বন্ধ রয়েছে পরিষেবা।

RELATED ARTICLES

Most Popular