Sunday, June 29, 2025
HomeCurrent NewsMamata Banerjee: ডব্লিউবিসিএস অফিসাররা বেতনের ঊর্ধ্বসীমায় পৌঁছলে মাসিক ১০ হাজার টাকা ভাতা,...

Mamata Banerjee: ডব্লিউবিসিএস অফিসাররা বেতনের ঊর্ধ্বসীমায় পৌঁছলে মাসিক ১০ হাজার টাকা ভাতা, ঘোষণা মমতার

Follow Us :

কলকাতা: ডব্লিউবিসিএস অফিসাররা বেতনের ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর প্রতি মাসে বিশেষ ভাতা পাবেন। আজ, বৃহস্পতিবার কলকাতার টাউন হলে ডব্লিউবিসিএস অফিসারদের বার্ষিক সম্মেলনে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ঘোষণা, ‘বেতনের ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর প্রতিমাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন ডব্লিউবিসিএস অফিসাররা। একই সঙ্গে তাঁদের শরীর-স্বাস্থ্য পরীরিক্ষার বিশেষ ব্যবস্থাও করা হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই বেতনের ঊর্ধ্বসীমায় পৌঁছনো সরকারি কর্মীদের জন্য এক বিশেষ ঘোষণা করেছিল মমতা সরকার। বলা হয়েছিল, তাঁদের জন্য ৬টি বিশেষ ইনক্রিমেন্টের ব্যবস্থা চালু হচ্ছে। কিন্তু ডব্লিউবিসিএস অফিসাররা সেই সুবিধে থেকে বঞ্চিত হচ্ছিলেন। সেই কারণেই বেতনের ঊর্ধ্বসীমায় পৌঁছনো ডব্লিউবিসিএস অফিসারদের জন্য অবসর পর্যন্ত মাসিক ১০ হাজার টাকা ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের সকল ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা। এতে রাজ্য ও কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে। করোনাকালে আমলাদের কাজের প্রশংসাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। মমতা বলেন, ‘কোভিডে পরিস্থিতিতে অফিসাররা ভালো কাজ করেছেন। কোভিডে আমরা ৪ জন আমলাকে হারিয়েছি। তাঁদের পরিবারের পাশে রয়েছে সরকার।’

আরও পড়ুন: BJP Worker’s Death: নিজের গামছাতেই গলায় ফাঁস অর্জুনের, পুলিসকে জানাল পরিবার

মুখ্যমন্ত্রী বলেন, ‘যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের পদ অনেক বাড়ানো হয়েছে। আমলারাই হলেন সরকারের আসল মুখ। রাজ্য সরকার ভালো কাজের জন্য অফিসারদের স্বীকৃতি দিয়েছে। পূর্ব মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ার জেলাশাসক ভালো কাজ করেছেন।’

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39