skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনবলিউড পর্দায় চুম্বন দৃশ্যে আপত্তি নেই সামান্হার

বলিউড পর্দায় চুম্বন দৃশ্যে আপত্তি নেই সামান্হার

Follow Us :

‘দ্যা ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী সামান্থা-রুথ-প্রভু সারা ভারতে জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ তাঁকে আবার সংবাদের শিরোনামের নিয়ে এসেছিল। এরপর আল্লু অর্জুনের বক্স অফিস কাপানো ‘পুষ্পা’ ছবিতে এই প্রথমবার আইটেম গানের সঙ্গে নিচে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন সামান্থা। বক্সঅফিস সফল বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখা গেছে সামান্হাকে। পর্যায়ে তাঁকে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। তবে সেই সব দৃশ্য সত্যি ছিল না। বেশ কিছুদিন ধরেই বলিউডে অভিষেক হতে চলেছে সামান্হার বলে খবর রটেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে অনেকেরই ধারণা খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রী। তার আগেই পর্দার চুম্বন দৃশ্যে সামান্হার কোনো আপত্তি নেই বলে তিনি মত প্রকাশ করেছেন। একটি সূত্র জানাচ্ছে বলিউড থেকে যে সমস্ত ছবিতে অভিনয় করার জন্য সামান তাকে প্রস্তাব দেয়া হয়েছিল সেই সমস্ত ছবির বিষয়বস্তু অভিনেত্রীর পছন্দ হয়নি। সেই কারণে বলিউডের কোন ছবির সঙ্গে এখনো চুক্তিবদ্ধ হননি সামান্হা। ভালো চিত্রনাট্য পেলে বলিউডের ছবিতে বিকিনি পরেও অভিনয় করতে প্রস্তুত বলে সামান্তা জানিয়েছেন। এমনকি চুম্বন দৃশ্যে অভিনয় করতেও তিনি রাজি। কাজেই বলিউডে ভালো চিত্রনাট্যের অপেক্ষায় নিজেকে মানসিকভাবে তৈরি করে রেখেছেন সামান্থা। বলিউডের প্রথম সারির নায়কদের সঙ্গে কাজ করতে চান তিনি। বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের গুরুত্ব বাড়াতে সামান্থা বাণিজ্যিক ঘরানার ছবিতে সেরা নায়কদের সঙ্গে কাজ করতে চান বলিউডে। তাঁকে সর্বশেষ ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিতে ‘ও আন্তাভা,ও ও আন্তাভা’ গানে নেচে দারুণ সাড়া ফেলে দিয়েছিলেন। মাত্র সাড়ে তিন মিনিটের এই নাচের জন্য তিনি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

RELATED ARTICLES

Most Popular