Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsPost Poll Violence: ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে হাজিরা পরেশ পালের

Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে হাজিরা পরেশ পালের

Follow Us :

কলকাতা: ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ পাল। বিজেপি নেতা অভিজিৎ সরকার খুনের মামলায় তাঁকে তলব করেছিল সিবিআই। সেইমতো বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন বিধায়ক। তাঁর পৌঁছনোর আগেই অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। বিশ্বজিৎ বলেন, সিবিআই তাঁকে না ডাকলেও তিনি নিজে থেকেই সিবিআই দফতরে এসেছেন।

উল্লেখ্য, ভোটের ফল প্রকাশের দিন অভিজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎকে বেধড়ক মারধর করেন৷ গেরুয়া শিবিরের অভিযোগ, গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় অভিজিৎকে। ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ কর্মী অভিজিৎ বিজেপি-র ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন।

আরও পড়ুন: Assam Flood: বন্যার জেরে অসমে স্থগিত উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের পরীক্ষা

অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার সেদিন বলেছিলেন, নির্বাচনে তৃণমূলের জয়লাভের পরই এলাকার বিধায়ক পরেশ পালের নির্দেশে ভাইকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়৷ পরেশ পালের অনুগতরাই এই কাণ্ড ঘটান।  পরিবারের সদস্যরা তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা সেখানে তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন৷ এই ঘটনায় তৃণমূল-বিজেপি ব্যাপক চাপানউতোর শুরু হয়।

RELATED ARTICLES

Most Popular