Placeholder canvas

Placeholder canvas
HomeScroll২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে লাহোরে খেলাতে চায় পাকিস্তান
Champions Trophy 2025

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে লাহোরে খেলাতে চায় পাকিস্তান

বিসিসিআই রাজি হলে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে পা দেবেন ভারতীয় ক্রিকেটাররা

Follow Us :

লাহোর: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান (Pakistan)। ওয়াঘার ওপারে ভারত খেলতে যাবে কি না তা সময়ই বলবে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) সিদ্ধান্ত নিয়েছে, ভারতের সব ম্যাচ রাখা হবে লাহোরে (Lahore)। ফাইনালও লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium), যেখানে অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৬ ওডিআই বিশ্বকাপের ফাইনাল। বিসিসিআই (BCCI) রাজি হলে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে পা দেবেন ভারতীয় ক্রিকেটাররা।

পাকিস্তান আপাতত যে খসড়া সূচি বানিয়েছে তা থেকেই এই খবর জানা যাচ্ছে। পাকিস্তান ভেন্যু হিসেবে বেছে নিয়েছে তিনটি শহর— লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি। ভারতকে একই ভেন্যুতে খেলানো হলে খরচ কম হবে এবং সবথেকে বড় কথা নিরাপত্তার দিক থেকেও সুবিধা হবে। তাছাড়া ওয়াঘা সীমান্তের খুবই কাছে হওয়ায় ভারতীয় সমর্থকরা সহজেই লাহোরে যেতে পারবেন।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে লঙ্কান বোলারদের ট্রেনিং দেবেন আক্রম

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) জানিয়েছেন, খসড়া সূচি আইসিসিকে পাঠানো (ICC) হয়েছে। চূড়ান্ত সূচি প্রকাশ পাবে পরের বছর ফেব্রুয়ারির মাঝামাঝি। তবে শেষ পর্যন্ত ভারত পাকিস্তানে যাবে কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেক্ষেত্রে ফের হাইব্রিড মডেল অবলম্বন করতে বাধ্য হবে পিসিবি। ঠিক যেমন গত বছর এশিয়া কাপে ফাইনাল সহ ভারতের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছিল।

ভারত এশিয়া কাপ পাকিস্তানে না খেলায় পাকিস্তানও ২০২৩ বিশ্বকাপেও হাইব্রিড মডেলের দাবি করে। শেষ পর্যন্ত ভারতেই খেলতে আসতে হয় বাবর আজমদের (Babar Azam)। তারপর তারা বিভিন্ন ম্যাচে পছন্দের ভেন্যু চেয়েছিল, কিন্তু সেখানেও কাজ হয়নি। বিসিসিআইয়ের সূচি মেনেই খেলতে হয়েছে পড়শি দেশের দলকে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular