কলকাতা: রাজভবনে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনের এক মহিলা কর্মী এই অভিযোগ করেছেন। তা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। এই ঘটনার প্রতিবাদে কলকাতার রাজপথে নামে তৃণমূল মহিলা কংগ্রেস। শুক্রবার রাজভবন কাণ্ড সহ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ১২ জন মহিলা প্রার্থী সহ সকল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের মিছিল। লোকসভা নির্বাচনে ৪২ টি আসনে বারটি আসনেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহিলা প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। তাদের সমর্থনেই শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। যার নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও মিছিলে পা মেলান নয়না বন্দোপাধ্যায়, অর্পিতা ঘোষ, স্মিতা বক্সি।
আরও পড়ুন: তেলবাজি করে দল চলে না, ফের বিস্ফোরক কুণাল ঘোষ
প্রসঙ্গত, মহিলার অভিযোগ, পিস রুম খোলার সময় তাঁর সঙ্গে পরিচয় হয় রাজ্যপালের। সেদিন প্রথম তাঁর সঙ্গে কথা বলেন। মহিলার বায়োডাটাও নেন রাজ্যপাল। আজ নিয়ে ২ দিন নিজের চেম্বারে ডাকেন রাজ্যপাল। মহিলার শরীর স্পর্শ করেন বলে অভিযোগ। এই অভিযোগকে ‘কৌশলী আখ্যান’ বলে বর্ণনা করেন বোস। তিনি বলেন, ভোটের বাজারে কৌশল করে আমার বদনাম করার চেষ্টা করেছে কেউ বা কারা। যাঁরা ভোটে ফায়দা তুলতে চান, ঈশ্বর তাঁদের মঙ্গল করুন। কিন্তু দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামবে না। একদিন সত্যের জয় হবে।
অন্য খবর দেখুন