Placeholder canvas

Placeholder canvas
HomeদেশHardik Patel: গুজরাত নির্বাচনের আগেই কংগ্রেস ছাড়লেন হার্দিক প্যাটেল

Hardik Patel: গুজরাত নির্বাচনের আগেই কংগ্রেস ছাড়লেন হার্দিক প্যাটেল

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কংগ্রেস থেকে ইস্তফা দিলেন হার্দিক প্যাটেল। বুধবার টুইট করে  কংগ্রেসের (Congress) কার্যনির্বাহী সভাপতি (Working President) হার্দিক প্যাটেল (Hardik Patel) এই কথা জানান। টুইটে তিনি লিখেছেন, ‘আজ আমি সাহসের সঙ্গে কংগ্রেস পার্টির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত যে আমার সিদ্ধান্তকে আমার সমস্ত সহকর্মী এবং গুজরাটের জনগণ স্বাগত জানাবে। আমি বিশ্বাস করি এই পদক্ষেপের পরে, আমি ভবিষ্যতে গুজরাটের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হব।’

গুজরাত বিধানসভা ভোটের খুব দেরি নেই৷ বিগত ২০ বছর ধরে বিজেপির অধীনে থাকা গুজরাত দখলের লড়াইয়ে ঘর গোছাতে নেমে পড়েছে পড়েছে কংগ্রেস। কিন্তু নির্বাচনের আগে গুজরাত কংগ্রেসে দেখা গিয়েছিল গোষ্ঠীদ্বন্দ্ব৷ সম্প্রতি কংগ্রেস বিরোধিতায় একাধিকবার সুর চড়িয়েছেন হার্দিক প্যাটেল৷ তাঁর অভিযোগ ছিল, দল তাঁকে গুরুত্ব দিচ্ছে না৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ‘কংগ্রেসে আমার ভূমিকা অনেকটা নতুন বিয়ে করা বরের মতো যাঁকে জোর করে নাসবন্দি করা হয়েছে৷’ হার্দিকের এমন মন্তব্যে পরেই তাঁর কংগ্রেস ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে৷

এরমধ্যেই শুক্রবার থেকে রাজস্থানের উদয়পুরে আয়োজন করা হয় চিন্তন শিবিরের৷ যে শিবিরে সারা দেশের ৪০০-র বেশি প্রতিনিধি যোগ দেন। ওই শিবিরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মিটিয়ে নেওয়ার। এর মধ্যেই সমস্ত জল্পনায় ইতি টানলেন হার্দিক। গুজরাত নির্বাচনের ঠিক আগেই দলকে বড়সড় অস্বস্তিতে ফেলে কংগ্রেস ছাড়লেন হার্দিক।

আরও পড়ুন- Karti Chidambaram: চিদম্বরম-পুত্রের ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেফতার করল সিবিআই

বিস্তারিত আসছে…

RELATED ARTICLES

Most Popular