অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং দেবের নতুন বাংলা ছবি ‘প্রজাপতি’র শুটিং কলকাতার পর হচ্ছে বেনারসের ঘাটে। বলি- টলি দুই হিরোর রসায়ন বেশ জমে উঠেছে।একসঙ্গে গঙ্গাস্নান থেকে শুরু করে, কখনো সাধু সন্ন্যাসীদের সঙ্গে আবার কখনো বা পাজামা পাঞ্জাবিতে গঙ্গাবক্ষে নৌকো যাত্রা কিছুই বাদ গেল না শুটিংয়ে। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে দেখা যাবে মমতা শংকর সম্পর্কেও। মৃণাল সেন পরিচালিত মিঠুন চক্রবর্তীর জীবনের প্রথম ছবি মৃগয়ার জুটি ছিলেন মিঠুন-মমতা শংকর। যা আজও দর্শকদের মনে উজ্জ্বল হয়ে আছে। কিছুদিন আগেই মিঠুন- দেবের এই নতুন ছবি প্রজাপতি সংবাদের শিরোনামে এসেছিল। রাজনীতির আঙিনায় তাদের মতাদর্শ আলাদা হলেও শুটিং ফ্লোরে তাঁরা শুধুই অভিনয়শিল্পী। নিজেদের সম্পূর্ণটাই উজাড় করে দিতে প্রস্তুত তাঁরা।
Html code here! Replace this with any non empty text and that's it.