নীতীশ কুমার ফের বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন। এমনই দাবি ভোটকুশলী প্রশান্ত কিশোরের। বিহারে এখন একটি পদযাত্রায় অংশ নিচ্ছেন তিনি। সেখান থেকেই বুধবার তিনি দাবি করেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। হতে পারে সময়-সুযোগ বুঝে তিনি ফের বিজেপির সঙ্গে হাতও মেলাতে পারেন। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, সংযুক্ত জনতা দলের সাংসদ তথা রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশের মাধ্যমে এই দৌত্য চালাচ্ছেন নীতীশ।
যদিও পিকের এই দাবিকে খারিজ করে দিয়েছে নীতীশের সংযুক্ত জনতা দল। তাদের বক্তব্য, পিকের এই মন্তব্য বিভ্রান্তিকর। মানুষের মনে সন্দেহ ও বিভ্রান্তি ছড়াতে এটা করা হচ্ছে। সক্রিয় রাজনীতিতে আসার আগে পিকে বর্তমানে বিহারে একটি পদযাত্রা করছেন। পিকের দাবি অনুযায়ী যে হরিবংশের কথা তিনি বলেছেন, সেই নেতা অবশ্য এ ব্যাপারে মুখ খোলেননি। তবে তাঁর দলের তরফে বলা হয়েছে, নীতীশ আর কোনও দিন বিজেপির সঙ্গে হাত মেলাবেন না।
আরও পড়ুন: Mallikarjun Kharge: বিজেপির বিরুদ্ধে শুরুতেই খড়্গহস্ত মল্লিকার্জুন খাড়্গে
পিকে বলেছেন, যেসব মানুষ ভাবছেন নীতীশ কুমার দেশে বিজেপি বিরোধী শক্তিশালী জোট গড়ার পথে এগোচ্ছেন। তাঁরা শুনলে অবাক হয়ে যাবেন, তিনি বিজেপির জন্য দরজা খুলে রেখেছেন। তাঁর যুক্তি হল, নীতীশ কুমার বিজেপির সঙ্গত্যাগ করলেও হরিবংশকে পদত্যাগ করতে বলা হয়নি। তার পিছনে এটাই মূল কারণ।
মানুষ যেন মনে রাখে সময়-সুযোগ এলেই নীতীশ ফের নৌকা বদল করতে পিছপা হবেন না, মন্তব্য পিকের। এর জবাবে নীতীশের দলের মুখপাত্র কে সি ত্যাগী বলেন, আমরা এই দাবির ঘোরতর বিরোধিতা করছি। নীতীশজি গত ৫০ ধরে রাজনীতি করছেন। আর প্রশান্ত কিশোর মাত্র ৬ মাস। বিভ্রান্তি ছড়াতেই তিনি এরকম উদ্ভট তত্ত্ব খাড়া করছেন।