বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে (Bengaluru) মেট্রো রেলের (Metro Rail) পিলার ভেঙে এক মহিলা ও তাঁর ৩ বছরের ছেলের মৃত্যু হল। নির্মীয়মাণ মেট্রো রেল প্রকল্পের পিলার তাঁদের গোটা পরিবারের উপরই ভেঙে পড়ে। ঘটনায় মারাত্মক জখম হয়েছেন মহিলার স্বামী ও কন্যা। তাঁরা একটি বাইকে করে যখন যাচ্ছিলেন তখনই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে শহরের নাগবরা এলাকায় ঘটনাটি হয়। স্থানীয় ও সরকারি সূত্রে জানা গিয়েছে, পরিবারটি যখন মেট্রো নির্মাণকাজের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ৪০ ফুট লম্বা একটি বড় লোহার পিলার তাঁদের উপর ভেঙে পড়ে যায়।
তেজস্বিনী নামে ওই মহিলা এবং তাঁর ছেলে বিহানকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় দুজনের। মহিলার স্বামী লোহিত এবং মেয়ে এখনও হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, লোহিত বাইক চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন তেজস্বিনী। দুজনের মাথাতেই হেলমেট ছিল।
আরও পড়ুন: DGCA Seeks Report From Go First: ৫৫ যাত্রীকে ফেলে উড়ে গেল বিমান, রিপোর্ট তলব ডিজিসিএ-র
পুলিশ আরও জানিয়েছে, গাফিলতির অভিযোগে ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (BMRCL) বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার পর স্থানীয়রা শহরের পুরসভার সামনে কিছুক্ষণ বিক্ষোভ দেখান।