Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাUmesh Yadav: নিজের বন্ধুর দ্বারাই প্রতারিত ভারতীয় ক্রিকেটার উমেশ যাদব

Umesh Yadav: নিজের বন্ধুর দ্বারাই প্রতারিত ভারতীয় ক্রিকেটার উমেশ যাদব

Follow Us :

নাগপুর: এই মুহূর্তে জটিল সমস্যার মুখোমুখি ভারতীয় ক্রিকেটার উমেশ যাদব (Umesh Yadav)।সূত্র মারফৎ জানা যাচ্ছে, প্রতরণার শিকার হয়েছেন তিনি।উমেশকে প্রতারিত করেছেন তাঁরই বন্ধু এবং ম্যানেজার।জানা যাচ্ছে, উমেশের নামে একটি জমি কেনার জন্য তাঁর থেকে টাকা নিয়েছিলেন ওই বন্ধু। কিন্তু জমি না পেয়ে থানায় অভিযোগ করেন উমেশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শৈলেশ ঠাকরে নামের এক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। ঠাকরে নাগপুরের কোরাডির বাসিন্দা। এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি।

 এই প্রসঙ্গে তদন্তকারী এক পুলিশকর্মী বলেছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে উমেশের আস্থা অর্জন করে নেন ঠাকরে। এই ভারতীয় ক্রিকেটারের যাবতীয় আর্থিক কার্যকলাপ সামলাত ও-ই। উমেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আয়কর এবং অন্যান্য আর্থিক কাজের দায়িত্ব ছিল ঠাকরের হাতেই। নাগপুরে একটি জমি খুঁজছিলেন উমেশ। সেই জমি কেনার জন্যেই তাঁর থেকে টাকা নেন ঠাকরে। ওই জমির দাম ৪৪ লক্ষ টাকা। উমেশ সঙ্গে সঙ্গে সেই টাকা ঠাকরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। কিন্তু ঠাকরে সেই জমি নিজের নামে কিনে নেন। উমেশ সে কথা জানতে পেরে ঠাকরেকে বলে জমির মালিকানা বদল করতে। ঠাকরে রাজি হননি। টাকাও ফেরত দেননি। তারপরেই কোরাডি থানায় অভিযোগ দায়ের করেন উমেশ। অভিযোগের ভিত্তিতে ৪০৬ এবং ৪২০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।’

RELATED ARTICLES

Most Popular