Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাTapas Mondal: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তাপস মণ্ডল

Tapas Mondal: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তাপস মণ্ডল

Follow Us :

কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গ্রেফতার তাপস মণ্ডল (Tapas Mondal)। রবিবার তাঁকে গ্রেফতার করে সিবিআই (CBI)। এদিন সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে তাপসকে ডেকে পাঠানো হয়। সময়মতোই সিবিআই দফতরে পৌঁছন তিনি। টানা জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে ৪টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি , বর্তমানে জেলবন্দি মানিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ তাপস বেসরকারি বিএড কলেজগুলির সংগঠনের সভাপতি। বারাসতের বাসিন্দা তাপসের একাধিক অফিস রয়েছে বারাসত, মহিসবাথান, কলকাতায়। এই সব অফিসের মাধ্যমে চাকরি বিক্রির কারবার চলত বলে সিবিআইয়ের দাবি। ওই সব অফিসে এবং তাপসের বাড়িতে সিবিআই এবং ইডি হানা দিয়েছে। সেখান থেকে বহু তথ্য পাওয়া গিয়েছে। সিবিআই আরও দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায়, মানিক, কুন্তল ঘোষ স একাধিক ব্যক্তির যোগসাজসে এই নিয়োগ কেলেঙ্কারি হয়েছে। মানিকের ছেলে সৌভিকের বেসরকারি সংস্থাও এই দুর্নীতির সঙ্গে জড়িত। সিবিআইয়ের চার্জশিটে তাপস, সৌভিক, তাঁর মায়ের নামও আছে। 

তাপসের বয়ানের ভিত্তিতেই সিবিআই (CBI) তদন্ত চালিয়ে গ্রেফতার (Arrest) করে কুন্তলকে। তাঁর অভিযোগ ছিল, তাপস, নীলাদ্রি তাঁর থেকে টাকা নিয়েছেন।সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা সত্ত্বেও তাপসকে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। এবার সিবিআইয়ের জালে ধরা পড়লেন তাপস। সিবিআইয়ের দাবি, তাপসকে হেফাজতে নিয়ে এবার আরও তথ্য মিলবে।

RELATED ARTICLES

Most Popular