Placeholder canvas

Placeholder canvas
HomeদেশConrad Sangma Sworn-in As Meghalaya CM: মেঘালয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ সাংমার,...

Conrad Sangma Sworn-in As Meghalaya CM: মেঘালয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ সাংমার, বিজেপি পেল মন্ত্রী

Follow Us :

শিলং: দ্বিতীয়বার মেঘালয়ের (Meghalaya) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ (Sworn In) নিলেন কনরাড সাংমা (CM Conrad Sangma)। মঙ্গলবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান (Governer Phagu Chauhan)। একইসঙ্গে এদিন শপথ নেন দুই উপমুখ্যমন্ত্রী প্রিস্টন তিংসং এবং স্নিয়াওভাল্যান্ড ধার ও ৯ অন্যান্য মন্ত্রী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রয়াত কংগ্রেস ও পরবর্তীতে এনসিপির নেতা তথা লোকসভার স্পিকার পি এ সাংমার পুত্র কনরাডের নতুন মন্ত্রিসভা পরিচিত হবে মেঘালয় ডেমোক্র্যাটিক জোট ২ (Meghalaya Democratic Alliance 2.0) নামে। মন্ত্রিসভায় এই প্রথমবার একজন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি হলেন এম আমপারিন লিংডো। অন্য যাঁদের ক্যাবিনেট মন্ত্রী করা হচ্ছে তাঁরা হলেন, রাক্কাম এ সাংমা, মার্কুইস এম মারাক, এটি মণ্ডল এবং কমিঙ্গোনে ইমবোন। এঁরা সকলেই কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টির সদস্য (NPP)।

আরও পড়ুন: Firhad Hakim : আদালতেই সঠিক বিচার পাবেন অনুব্রত, দাবি ফিরহাদের

ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির পল লিংডো এবং কিরমেন শিইলাকে মন্ত্রী করা হয়েছে। অন্যদিকে, মাত্র ২টি আসনে জেতা বিজেপির (BJP) এএল হেক এবং হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টির শাকলিয়র ওয়ারজি মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। বিজেপি এবং এনপিপি ভোটে আলাদা লড়লেও ফল পরবর্তী জোটে গিয়ে সরকার গঠন করল। এর আগেও মিলিজুলি সরকার ছিল উত্তর-পূর্বের এই পার্বত্য রাজ্যে।

এবার ভোটে এনপিপি ২৫টি আসনে জিতেছে। কিন্তু, ৬০ সদস্য বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৩১টি আসন। তাই একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এনপিপি সরকার গঠনের দাবি জানানোর সঙ্গেই অন্য দলগুলিকে জোটে নিয়ে বিধানসভায় শক্তি প্রদর্শনের পথ মসৃণ করে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা হঠাৎ করে সরকার গঠনের হাওয়া তুললেও তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।

শপথের জন্য প্রধানমন্ত্রী এদিন আগেই মেঘালয়ে এসে পৌঁছে যান। দুদিনের উত্তর-পূর্ব ভারত সফরে গুয়াহাটি থেকে এখানে আসেন মোদি। শিলং থেকে তিনি চলে গিয়েছেন কোহিমা। সেখানে এদিনই নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নেইফিউ রিও। এ নিয়ে পরপর পাঁচবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন রিও। রিওর ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি এবং জোটসঙ্গী বিজেপি মিলে ৩৭টি আসনে জয় পেয়েছে। নাগাল্যান্ডেও বিধানসভার মোট আসন ৬০। তাই এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে জোটের।

নাগাল্যান্ড থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলে যাবেন আগরতলায়। ত্রিপুরায় আগামিকাল শপথ। সেই অনুষ্ঠানেও হাজির থাকবেন মোদি। সোমবারই বিজেপি ত্রিপুরায় সরকার গঠনের দাবি জানিয়ে এসেছে। মানিক সাহা ফের বিজেপির দলনেতা নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি।

আগরতলায় শপথ অনুষ্ঠানের শেষেই মোদি ফের চলে আসবেন গুয়াহাটিতে। সেখানে মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে এক বৈঠক করবেন। অসমের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। শেষে নয়াদিল্লি ফিরে যাবেন প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
৪টেয় চারদিক | সব সাধু সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবা‌ই সমান? : মমতা
59:07
Video thumbnail
Narendra Modi | বিষ্ণুপুরে মোদির সভা, কী বললেন দেখুন ভিডিও
25:00
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | রবিবাসরীয় বঙ্গ সফরে নরেন্দ্র মোদি
02:18
Video thumbnail
Jyotipriya Mallick | হাড়-মাংস-কিডনি-লিভার, জামিনে বালুর হাতিয়ার
06:36:36
Video thumbnail
আমার শহর (Amar Sahar ) | ভাঙা হয়েছিল অবৈধ দোকান, এবার শুরু নতুন দোকানঘর বানানোর কাজ
02:15
Video thumbnail
Kunar Hembram | বিজেপির বিদায়ী সাংসদ তৃণমূলে, জোড়া ফুলে যোগ কুনার হেমব্রমের
04:06
Video thumbnail
Narendra Modi | ভোট প্রচারে মেগা-রবিবার, পুরুলিয়ায় ভোটপ্রচারে মোদি
03:22
Video thumbnail
Arjun Singh | 'BJP প্রার্থীর দ্বিতীয় স্ত্রী', বিবাহ-বিতর্কে অর্জুন সিং, আসরে তৃণমূল
00:26
Video thumbnail
Sandeskhali | নাবালিকাকে 'শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা', সন্দেশখালিতে ফের নির্যাতনের অভিযোগ
01:09
Video thumbnail
Top News | আপের 'জেল ভরো' কর্মসূচি, কেজরিওয়ালের সমর্থনে রাজধানীর পথে আপ
34:49