Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাRaj Chakraborty | ইডি এবং কুন্তল প্রসঙ্গে মুখ খুললেন রাজ, কলকাতা টিভিকে...

Raj Chakraborty | ইডি এবং কুন্তল প্রসঙ্গে মুখ খুললেন রাজ, কলকাতা টিভিকে কী জানালেন শুনুন

Follow Us :

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আচমকাই নাম জড়িয়েছে পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)। ইডি (ED) সূত্রে খবর ছিল, নিয়োগ দুর্নীতিতে যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) টাকা রাজের কাছেও গিয়েছে। সেই কারণে কী বিষয়ে এই লেনদেন তা জানতে ইডি ডাকতে পারে পরিচালককে। কিন্তু পরিচালক জানিয়ে দিয়েছেন, এই খবর ভুয়ো। এমন কিছু তাঁর জানা নেই। সঙ্গত কারণেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল বলেই, সংবাদমাধ্যমের উপর ভুয়ো সংবাদ চাপিয়ে দিচ্ছে ইডি? তৃণমূল বলেই কি বার বার টলিউডের অভিনেতা-পরিচালকদের দুর্নীতি কাণ্ডে জড়ানো হচ্ছে?

এদিন কলকাতা টিভিকে (Kolkata TV) পরিচালক রাজ চক্রবর্তী বলেছেন, না, আমার অ্যাকাউন্টে কোনও টাকা লেনদেন হয়নি। প্রথম দিন থেকে আজ অবধি যা করেছি সব রেপুটেড প্রোডাকশনের সঙ্গে চ্যানেলের সঙ্গে বা দু’ তিন জন প্রোডিউসারের সঙ্গেই আমি কাজ করেছি। আর কোনও আনওয়ান্টেড অ্যাকাউন্ট থেকে ভাগ্যবশত আমার অ্যাকাউন্টে টাকা আসেনি। রাজ এও জানান, তিনি কুন্তলকে কোনওদিনও চিনতেন না। সংবাদমাধ্যমেই তাঁকে প্রথম দেখেছেন।    

আরও পড়ুন: Mamata-Akhilesh | শুক্রবার কলকাতায় মমতার সঙ্গে বৈঠক অখিলেশের 

ইডি সূত্রে খবর, টলিউডের (Tollywood) একাধিক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কুন্তলের। উঠতি অভিনেত্রীদের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। বাইপাসের ধারে একটি ফ্ল্যাটে তাঁদের নিয়ে মাঝেমধ্যেই পার্টি করতেন বলেও খবর। টলিউডের অভিনেতা বনি চক্রবর্তীর কুন্তল-যোগের বিষয়টি চাউর হয়েছে এই সেদিন। যেভাবে ক্রমাগত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রুপোলি জগতের যোগাযোগ বাড়ছে, তাতে প্রশ্ন উঠছে, তাহলে কি দুর্নীতির অর্থ ঢালা হত রিল দুনিয়ায়? 

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সরাসরি যোগাযোগ ছিল বলে দাবি করেছিল ইডি। পার্থ ছাড়াও কুন্তলের মাথায় আর কোনও প্রভাবশালী ব্যক্তির হাত আছে কি না, তারও খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা।

 

RELATED ARTICLES

Most Popular