Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরWest Medinipur Shootout| খগড়পুরে শুট আউট, লোন রিকভারি এজেন্টকে গুলি

West Medinipur Shootout| খগড়পুরে শুট আউট, লোন রিকভারি এজেন্টকে গুলি

Follow Us :

খড়গপুর:  পঞ্চায়েত নির্বাচন(Panchayet poll) যত এগিয়ে আসছে, রাজ্যের বাতাসে ততই বারুদের গন্ধ বাড়ছে।কোথাও গুলি চলছে, কোথায় বিস্ফোরণ ঘটছে, আবার কোথাও একের পর এক বোমা উদ্ধার হচ্ছে। এবার খড়গপুরে(Khagarpur) প্রকাশ্যে একটি বেসরকারি সংস্থা লোন রিকভারি এজেন্টকে(Agent) লক্ষ্য করে চলল গুলি(Shootout)। ঘটনাটি ঘটেছ খড়গপুর দু-নম্বর ব্লকের কয়তা এলাকায়। দুষ্কৃতীরা খুব কাছ থেকে ওই কর্মীকে গুলি করে।আশঙ্কাজনক অবস্থায় ওই এজেন্টকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

স্থানীয় সূত্রের খবর, সোমবার বিকেলে খড়গপুর ২ নম্বর ব্লকের সাঙ্গাড় এলাকায় বাইক নিয়ে লোনের টাকা সংগ্রহ করতে যাচ্ছিলেন অভিজিৎ ভুঁইয়া নামে ওই এজেন্ট। পিছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।তিন রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে।মাথায় হেলমেট থাকলেও হেলমেটের উপরেই গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। হেলমেট ফুঁড়ে অভিজিতের মাথার পিছনে গুলি লাগে।গুলি লাগতেই বাইক ফেলে তিনি রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন অভিজিৎ ভুঁইয়া।

আরও পড়ুন:Raj Chakraborty: ইডি এবং কুন্তল প্রসঙ্গে মুখ খুললেন রাজ, কলকাতা টিভিকে কী জানালেন শুনুন 

কারা গুলি চালাল তা খতিয়ে দেখছে পুলিশ। সন্ধ্যায় ঘটনাস্থলে যান এসডিপিও সহ পদস্থ পুলিশকর্তারা।তাঁরা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলে দুষ্কৃতীদের সম্পর্কে জানানার চেষ্টা করছেন।অজয় দে নামে স্থানীয় এক ব্যক্তি জানান, আওয়াজ শুনে তিনি বাড়ি থেকে বেরিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় একজন বাইক থেকে পড়ে গেলেন।আর দুই যুবক এই ব্যক্তির হাতে থাকা ব্যাগ নিয়ে পালাচ্ছে।স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, অভিজিত নিয়মিত এই এলাকায় আসতেন ওই সংস্থার টাকা তুলতে। আগে কখনও তাঁর উপর হামলা হয়নি।

জেলার পুলি্শ সুপার ধৃতিমান সরকার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনও ব্যক্তিগত আক্রোশ জড়িত কি না তাও দেখা হচ্ছে। পুলিশ অভিজিতের সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলছেন।

RELATED ARTICLES

Most Popular