Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMamata-Akhilesh | শুক্রবার কলকাতায় মমতার সঙ্গে বৈঠক অখিলেশের

Mamata-Akhilesh | শুক্রবার কলকাতায় মমতার সঙ্গে বৈঠক অখিলেশের

Follow Us :

কলকাতা: আগামী শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কলকাতায় বৈঠকে বসছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। ওই দিন মুখ্যমন্ত্রীর কালীঘাটে বাড়িতেই ওই বৈঠক হবে। সূত্রের খবর, জাতীয় রাজনীতি, আগামী লোকসভা ভোট, বিজেপি বিরোধী জোট ইত্যাদি নিয়ে মমতা-অখিলেশ দীর্ঘ আলোচনা হবে।   

আগামী শুক্রবার (Friday) থেকে রবিবার (Sunday) পর্যন্ত কলকাতায় সমাজবাদী পার্টির জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠক চলবে। ওই বৈঠকে যোগ দিতেই উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ সপার শীর্ষ নেতৃত্ব কলকাতায় আসছেন। 
দলের সর্বভারতীয় সহ সভাপতি কিরণময় নন্দ জানান, শুক্রবার দুপুরে কলকাতা এসে পৌঁছবেন অখিলেশ যাদব। সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি যাবেন অখিলেশ। সেখানেই দুজনের একান্তে আলোচনা হবে জাতীয় রাজনীতি নিয়ে। 

আরও পড়ুন: Calcutta High Court | মুকুলের দলবদল নিয়ে ফের হাইকোর্টে শুভেন্দু  

রাজনৈতিক মহল মনে করছে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট যাতে মুজবুত করে গড়ে তোলা যায়, তা নিয়ে কথা হবে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে। কিছুকাল ধরে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি নিজেদের মধ্যে সমন্বয় করে চলছে। গত বছর উত্তরপ্রদেশ বিধানসভার ভোটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টির হয়ে বারাণসীতে প্রচারে গিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির সংসদ সদস্য জয়া বচ্চন পশ্চিমবঙ্গে এসেছিলেন তৃণমূলের হয়ে ভোট প্রচারে। জয়া দিন চারেক ছিলেন এই রাজ্যে। 

আগামী বছর লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব কোন দলের হাতে থাকবে, তা নিয়ে জাতীয় স্তরে ইতিমধ্যেই নানা টানাপড়েন শুরু হয়ে গিয়েছে। তৃণমুল, আম আদমি পার্টি, বিআরএস, সমাজবাদী পার্টির মতো দলগুলি চায় না, বিরোধী জোটের নেতৃত্ব কংগ্রেসের হাতে থাকুক। সেই কারণে লোকসভার অধিবেশনকে ঘিরে কংগ্রেস যে বিরোধী ঐক্য গড়ে তুলতে চায়, তাতে শামিল হচ্ছে না তৃণমূল। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত ঘনিষ্ট শিল্পপতি গৌতম আদানির বিভিন্ন শিল্প সংস্থার বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ ঘিরে দেশ সরগরম। মার্কিন শেয়ার গবেষণা সংস্থার হিন্ডেনবার্গের এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আসায় তোলপাড় চলছে। কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল এ ব্যাপারে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি তুলেছে। কিন্তু তৃণমূল যৌথ সংসদীয় কমিটি গঠনের ঘোর বিরোধী। কংগ্রেস সহ ১৬টি বিরোধী দল ঠিক করেছিল, যৌথ সংসদীয় কমিটির দাবিতে সোমবার সংসদের দুই কক্ষেই হইচই বাঁধিয়ে দেওয়া হবে। যদিও বিজেপি তাদের সেই কৌশল ভেস্তে দেয়। হইহট্টগোলে সারাদিনের মতো এদিন দুই কক্ষই মুলতুবি হয়ে যায়। 

সমাজবাদী পার্টি চায়, তৃণমূলের নেতৃত্বে বিরোধী জোট গড়ে উঠুক। আবার পঞ্জাব এবং দিল্লির মসনদে থাকা আম আদমি পার্টিও জোটের নেতৃত্ব দেওয়ার অন্যতম দাবিদার। পিছিয়ে নেই কে সি আরের ভারত রাষ্ট্রীয় সমিতিও। এই অবস্থায় জোটের নেতৃত্ব কার হাতে থাকবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এরকম একটা আবহেই শুক্রবার কলকাতায় জাতীয় রাজনীতি নিয়ে কথা বলতে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব। এই মুহূর্তে অখিলেশের সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে প্রধান বিরোধী দল। আর মমতা বন্দ্যোপাধ্যায় টানা তিনবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
IPL 2024 Final | KKR vs SRH | চেন্নাইতে বৃষ্টি! ফাইনালে লাল মাটির উইকেট
00:00
Video thumbnail
জয়ের আগে আগাম মিষ্টি মুখ জুন মালিয়ার। নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টের হাত থেকে খেলেন মিষ্টি
00:00
Video thumbnail
বিজেপি প্রার্থীর ধাক্কায় পড়ে গেলেন মহিলা ভোটারতারপর কী হলো দেখুন
00:00
Video thumbnail
Cyclone Remal | আয়লা-আমফানের থেকেও শক্তিশালী? রেমাল নিয়ে কী বলছেন আবহবিদরা?
00:00
Video thumbnail
Cyclone Remal | অশনি সংকেত, কোথায় আছড়ে পড়বে রেমাল?
00:00
Video thumbnail
Central Force Election | ছুটে পালাচ্ছে সেন্ট্রাল ফোর্স, তারপর কী হলো দেখুন
00:00
Video thumbnail
Mamata Banerjee | দমদমের রাজারহাট গোপালপুরের জনসভা থেকে কী বললেন মমতা, দেখুন ভিডিও
30:50
Video thumbnail
Loksabha Election 2024 | কমিশনের অনুমতি ছাড়া কীভাবে ফুটেজ বাইরে? জেলাশাসককে চিঠি পুলিশ সুপারের
01:46
Video thumbnail
IPL 2024 Final | KKR vs SRH | চেন্নাইতে বৃষ্টি! ফাইনালে লাল মাটির উইকেট
05:11
Video thumbnail
Loksabha Election 2024 | গড়বেতায় তৃণমূল বিধায়কের 'দিদিগিরি', রণংদেহি উত্তরা সিংহ হাজরা
02:57