Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকNATO | Turkey | Finland | ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়ে ফিনল্যান্ডকে সমর্থন করার...

NATO | Turkey | Finland | ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়ে ফিনল্যান্ডকে সমর্থন করার সিদ্ধান্ত তুরস্কের

Follow Us :

আঙ্কারা: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গ্যানাইজেশন, সংক্ষেপে ন্যাটো (North Atlantic Treaty Organization – NATO)। আন্তর্জাতিক এই জোটে ফিনল্যান্ডের (Finland) যোগ দেওয়ার আবেদপত্রের (Application) উপর থেকে কূটনৈতিক আপত্তি (Diplomatic Challenge) তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান (Turkish President Recep Tayyip Erdogan)। শুক্রবার (১৭ মার্চ) তিনি পার্লামেন্টেকে (Parliament) বলেছেন, ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ফিনল্যান্ডের আবেদনকে সমর্থন করার জন্য। ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ডের আবেদনের বিষয়ে কূটনৈতিক স্তরে নানান আপত্তি ও মতপার্থক্য নিয়ে বেশ কয়েক মাস দেরি হয়েছে।   

আগামী ২৭ মার্চ ফিনল্যান্ডকে এই আন্তর্জাতিক জোটে (International Alliance) যুক্ত করার বিষয়ে অনুসমর্থন ভোট হবে, যাকে ফিনিশ ব়্যাটিফিকেসন ভোট (Finnish ratification Vote) হিসেবে অভিহিত করা হচ্ছে। হাঙ্গেরিও (Hungary) ফিনল্যান্ডকে সমর্থন করবে বলে জানা গিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন এই প্রতিরক্ষা জোটে (USA-led Defence Alliance) ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির অর্থ হলো, ন্যাটোর সদস্য সংখ্যা বেড়ে আগামী কয়েক মাসের মধ্যে ৩১ হতে চলেছে।  

আরও পড়ুন: Cyclone Hits Malawi | সাইক্লোনের দাপটে তছনছ দক্ষিণ আফ্রিকার মালওয়ি

রিপাবলিক অব ফিনল্যান্ড (Republic of Finland) এবং রাশিয়ান ফেডারেশন (Russian Federation) একে অপরের প্রতিবেশী। দুই দেশের মাঝে আন্তর্জাতিক সীমানা (International Border) রয়েছে। এই আন্তর্জাতিক সীমানা ১,৩৪০ কিমি (৮৩০ মাইল) দীর্ঘ। রাশিয়া বরাবরই ন্যাটো বিরোধী, মার্কিন যুক্তরাষ্ট্রের (United States of America – USA) সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে ঠান্ডা লড়াই (Cold War) চলেছে। বর্তমানে সেই লড়াই কাগজে-কলমে না থাকলেও, দুই দেশ এখন পরস্পরের বিরোধী আন্তর্জাতিক রাজনীতিক আঙিনায়। এখন ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হওয়া মানে রাশিয়ার খুব কাছে চলে আসবে ন্যাটো। এই ন্যাটো সদস্যতার বিষয়েই আরেক প্রতিবেশী দেশের বিরুদ্ধে গত একবছর হলো যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। যদিও এখনও পর্যন্ত ইউক্রেনকে (Ukraine) ধরাশায়ী করতে পারেনি মস্কো (Moscow)। 

প্রাথমিক অবস্থায় সুইডেনের সঙ্গে ন্যাটো যোগ দেওয়ার ইচ্ছে ছিল ফিনল্যান্ড। কিন্তু তুরস্কের সঙ্গে বিবাদের জেরে গত জুলাইতে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছিল তাদের। হেলসিঙ্কি এবং স্টকহোম (Helsinki and Stockholm) সামরিক নিরপত্তা নীতি নিয়ে চলত এতদিন, কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর সামরিক আগ্রাসন (Military Invasion) শুরু হওয়ার পর বিশ্বের সবচেয়ে শক্তিধর প্রতিরক্ষা জোটের (World’s Most Powerful Defence Alliance) সদস্য হওয়ার সিদ্ধান্ত নেয় দুই দেশ। সেই মতোই আবেদন করা হয়েছিল। গত জুনে ন্যাটো সম্মেলনে (NATO summit) তাদের আবেদন গ্রহণও করা হয়েছিল। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমেরিকার নেতৃত্বানধীন ন্যাটো প্রতিরক্ষা জোট।

কিন্তু জোটের নিয়ম অনুসারে, কোনও দেশকে ন্যাটোর অন্তুর্ভুক্ত করতে গেলে পার্লামেন্টের সদস্য ৩০টি সদস্য দেশের অনুসমর্থন প্রয়োজন। এতদিন তুরস্ক (Turkey) ও হাঙ্গেরি (Hungary) বিরত থেকেছিল সমর্থন দেওয়া থেকে। বর্তমানে তুরস্ক এগিয়ে এসেছে ফিনল্যান্ডকে সমর্থ দেওয়া প্রসঙ্গে। 

দুই নর্ডিক প্রতিবেশীর (Nordic Neighbours) মধ্যে মাসের পর মাস ধরে সমঝোতা নিয়ে মত পার্থক্য চলছিল। কিন্তু শুক্রবার সেই সমস্যা দূর হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ফিন্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে (Finnish President Sauli Niinisto) এই বার্তাও দিয়েছেন, আঙ্কারার (Ankara) নিরাপত্তা জনিত উদ্বেগের বিষয়ে যে অঙ্গীকার দেখিয়েছে, তাতে তিনি খুশি। তুরস্কের প্রেসিডেন্টে আরও বলেছেন, “ন্যাটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির বিষয়ে আমরা প্রোটোকল শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।” আগামী মে মাসে তুরস্কে সাধারণ নির্বাচন রয়েছে। এরদোগানের আশা, তার আগে আবেদন গ্রহণ হয়ে যাবে। 

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ (Jens Stoltenberg, NATO Secretary General) তুরস্কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর আশা, সুইডেনও (Sweden) শীঘ্রই একই সিদ্ধান্ত নেবে ফিনল্যান্ডের পথে হেঁটে। সুইডেন ইউরোপীয় ইউনিয়নের (European Union) ছয় সদস্যদের মধ্যে অন্যতম, যারা এখনও ন্যাটোতে যোগ দেয়নি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Stadium Bulletin | আইএসএল ফাইনালের আগে উত্তেজনার পারদ চড়ছে যুবভারতীতে
03:28
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | হয়নি পর্যটনের করিডোর, হয়নি পর্যটনের করিডোর
02:14
Video thumbnail
Abhishek Banerjee | 'বাংলাকে কলুষিত করার নিকৃষ্টতম চেষ্টা বিজেপির' : অভিষেক
01:38
Video thumbnail
Suvendu Adhikari | 'শুভেন্দু কেন বারবার সন্দেশখালিতে?' সন্দেশখালি নিয়ে শুভেন্দুকে নিশানা
02:41
Video thumbnail
Buddhadeb Bhattacharjee | ভোটের আগে বুদ্ধদেব ভট্টাচার্য কী বললেন? দেখুন সিপিএমের AI ভিডিও
02:03
Video thumbnail
Sandeshkhali | 'সন্দেশখালির আন্দোলন তৈরি করা', ভাইরাল ভিডিয়ো
11:48
Video thumbnail
Mamata Banerjee | চাকদহে ভোট প্রচার থেকে কী বললেন মমতা, দেখুন ভিডিও
24:01
Video thumbnail
Loksabha Election 2024 | 'চুনাও কা পর্ব, দেশ কা গর্ব', ভোটদানে উৎসাহ দিতে বার্তা
00:58
Video thumbnail
৪টেয় চারদিক | সন্দেশখালি ঘটনার পর্দা ফাঁস, কী বললেন মুখ্যমন্ত্রী
48:01
Video thumbnail
Anandapur Police Station | আনন্দপুর থানার নতুন ওসি হলেন জয়ন্তকুমার মুখার্জি
02:02