Placeholder canvas

Placeholder canvas
HomeদেশAnubrata Mondal | দিল্লি হাই কোর্টে ফের পিছল অনুব্রতর জামিনের আবেদনের শুনানি

Anubrata Mondal | দিল্লি হাই কোর্টে ফের পিছল অনুব্রতর জামিনের আবেদনের শুনানি

Follow Us :

নয়াদিল্লি: ফের পিছল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) জামিনের আবেদনের শুনানি।  বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) অনুব্রতর জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি দীনেশ শর্মা (Justice Dinesh Sharma) অনুপস্থিত থাকায় মামলার শুনানি পিছিয়ে যায়। জানা যাচ্ছে, আগামী ২৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।

গত বছরের অগস্ট মাসে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর তিনি আসানসোল সংশোধনাগারে ছিলেন। তদন্তে তাঁর নামে ও বেনামে বহু সম্পত্তির খোঁজ মেলে। এরপর তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানায় ইডি। সেই সময় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই পাল্টা হিসাবে দিল্লিযাত্রা ঠেকাতে দিল্লি হাই কোর্টে জামিনের আবেদন জানান অনুব্রত মণ্ডল। তবে শেষ রক্ষা হয়নি। দিল্লিতে ইডি হেফাজত শেষে আপাতত তিহার জেলই কেষ্টর ঠিকানা। তিহার জেলে যাওয়ার আগে অনুব্রত জামিনের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন।এর আগেও দিল্লি হাইকোর্টে ওই মামলার শুনানি একবার পিছিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে আবারও পিছিয়ে গেল অনুব্রতর জামিন মামলার শুনানি।

আরও পড়ুন:TET Scam | সাগরে মন্ত্রী ও দুই জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে পোস্টার

এদিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বিশেষ সংশোধনমূলক হোমের সুপারিনটেনডেন্ট কৃপাময় নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে বহু কোটি টাকার গবাদি পশু পাচার কেলেঙ্কারির ঘটনায় এই মাসে দিল্লিতে নিয়ে যাওয়ার আগে এই সংশোধনাগারেই রাখা হয়েছিল। ইডি সূত্র অনুসারে, কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা বুধবার গভীর রাতে কৃপাময় নন্দীকে ইমেল পাঠিয়ে জানায় আগামী ৫ এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে উপস্থিত থাকতে হবে। সংবাদমাধ্যমের কাছে কেন্দ্রীয় সংস্থা থেকে সমন পাওয়ার কথা স্বীকার করেছেন সুপারিনটেন্ডেন্ট নন্দী। তিনি জানিয়েছেন, বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং তাদের দেওয়া নির্দেশনা অনুসারে কাজ করবেন।

RELATED ARTICLES

Most Popular