Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাTMC Kalighat Meeting | শুক্রবার কালীঘাটে বীরভূম নিয়ে বৈঠক, কী সিদ্ধান্ত নেবেন...

TMC Kalighat Meeting | শুক্রবার কালীঘাটে বীরভূম নিয়ে বৈঠক, কী সিদ্ধান্ত নেবেন দলনেত্রী?

Follow Us :

কলকাতা: আগামিকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamta Banerjee) কালীঘাটের বাড়িতে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠক। ওই বৈঠকে জেলার নেতাদের নেত্রী কী বার্তা দেন, তা নিয়ে রাজনৈতিকমহলে নানা জল্পনা চলছে। অনুব্রতহীন বীরভূমে (Birbhum) দল চালানোর জন্য আট সদস্যের কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে অনেক আগেই। কিন্তু তাতেও জেলায় দল সামাল দেওয়া যাচ্ছে না বলে অনেকের অভিযোগ। কোর কমিটির সদস্যদের মধ্যেও বোঝাপড়ার অভাব রয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারের বৈঠকে নেত্রী কী সিদ্ধান্ত নেন, কী বলেন, তার দিকে তাকিয়ে আছে দল। ওই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) থাকতে পারেন বলে দলীয় সূত্রে খবর। 

বেশ কয়েকমাস হয়ে গেল বীরভূম (Birbhum) জেলা কেষ্টহীন। এখনও দল তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরায়নি। তা নিয়ে বিরোধী দল যেমন প্রশ্ন তুলেছে, তেমনি এই ইস্যুতে প্রশ্ন রয়েছে তৃণমূলের অন্দরেও। বছরের পর বছর বীরভূমের ভোটে তৃণমূলের বড় ভরসা ছিলেন অনুব্রত।সামনে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। অথচ তিনি নেই।পঞ্চায়েত ভোটের আগে কেষ্ট ছাড়া পাবেন, এমন সম্ভাবনাও ক্ষীণ। এই অবস্থায় পঞ্চায়েত ভোট সামাল দেওয়ার জন্য নেত্রী কাদের দায়িত্ব দেন, তা দেখার। 

আরও পড়ুন : Partha Chatterjee | সুজন, দিলীপ, শুভেন্দুও তদ্বির করেন, দাবি পার্থর 

কোর কমিটি করেও বীরভূম জেলায় গোষ্ঠী কোন্দল সামাল দিতে পারছে না তৃণমূল। জেলার রাজনীতিতে তীব্র অনুব্রত বিরোধী বলে পরিচিত নানুরের দাপুটে নেতা কাজল শেখকে কোর কমিটিতে ঢুকিয়েছেন খোদ দলনেত্রী। কিন্তু তাঁর খুল্লামখুল্লা কথাবার্তা কোর কমিটির অন্য সদস্যরাও ভালোভাবে নিচ্ছেন না বলে তৃণমূলের ভিতরকার খবর। গত শুক্রবার দলীয় বৈঠকে নেত্রী জানিয়েছেন, বীরভূমের দায়িত্ব তিনি নিজেই নেবেন। পরের দিনই বীরভূমের তৃণমূল সহ সভাপতি সুদীপ্ত ঘোষ ফেসবুকে এবং সাংবাদিকদের কাছে মন্তব্য করে বসেন, নেত্রী যখন নিজেই বীরভূমের দায়িত্ব নিয়েছেন, তখন আর জেলা কমিটি, কোর কমিটির কোনও গুরুত্ব নেই। ওই সব কমিটিতে কে থাকল বা থাকল না, তাতে কিছু যায় আসে না। এমনকি নাম না করে সুদীপ্ত কাজল শেখের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ারও অভিযোগ আনেন। আবার এই মন্তব্য করায় সুদীপ্তকে আক্রমণ করতে ছাড়েননি কাজল শেখ।

গত ২১ মার্চ বগটুই-কাণ্ডের বর্ষপূর্তিতে স্বজনহারা এক যুবক রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে তাঁদের বাড়িতেই ঢুকতে দেননি। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে বীরভূম নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে শাসকদল। 

RELATED ARTICLES

Most Popular